পশ্চিমবঙ্গ গণনাট্য সঙ্ঘের ১৭তম রাজ্য সম্মেলন উপলেক্ষে কলকাতায় প্রকাশ হলো সম্মেলনের লোগো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও দীর্ঘদিনের সংগঠক পরান ব্যানার্জি, সংগীত শিল্পী কাজী কামাল নাসের, পূরবী মুখার্জি, কল্যাণ সেন বরাট এবং গণনাট্য সংঘের রাজ্য সভাপতি হিরণ্ময় ঘোষাল, রাজ্য সম্পাদক দিব্যেন্দু চ্যাটার্জি। 
আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর কলকাতার সল্টলেকের ইজেডসিসি-তে সম্মেলন সংগঠিত হবে।  দিব্যেন্দু চ্যাটার্জি বলেন, "দেশ রাজ্য এবং গোটা দুনিয়ায় মানুষ খুব সংকটে রয়েছে। দেশের সরকার হিন্দুত্বের যে নীতি তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সমাজের সব মহলে। বাদ নেই সাংস্কৃতিক জগৎও। নষ্ট করা হচ্ছে ভারতের বহুত্ববাদের সংস্কৃতি। জনতা যেমন এর বিরুদ্ধে লড়াই করছে আমরা সাংস্কৃতিক কর্মীরাও একইভাবে সেই লড়াই করছি। এই সম্মেলনে আমরা ঠিক করবে এই আক্রমণের বিরুদ্ধে কি ভেবে জোট বেঁধে লড়াই করতে পারি আলোচনা হবে সম্মেলনে।"
নেতৃবৃন্দ জানিয়েছেন শাখা থেকে জেলা স্তরের সম্মেলনগুলিতে কেবল আলোচনাই হচ্ছে না। চলছে প্রযোজনা ভিত্তিক কাজ। চলছে সৃজনশীল উপস্থাপনার কাজ। তিনি বলেছেন,   
সাংস্কৃতিক আন্দোলনই বদলাতে পারে ভাগের চক্রান্ত।
পরান ব্যানার্জি বলেছেন, ‘‘১৭ তম রাজ্য সম্মেলন নতুন দিশা দেখাবে সাংস্কৃতিক জগতকে এ আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু যে পথ আমরা পেরিয়ে এসেছি তা খুব মসৃণ ছিল না বর্তমানে আরও কঠিন হয়ে গেছে। আইপিটিএ দীর্ঘদিন ধরে অনেক বৈচিত্র পূর্ণ কাজ করেছিল করে এসেছে এবং বর্তমানেও তারা পারে। আইপিটিএ‘র মতো সাংস্কৃতিক কর্মসূচি সংঘটিত করার পরম্পরা আর কোথাও নেই। আদর্শে পরিচালিত সাংস্কৃতিক সংগঠন। কিন্তু সেই কাজ করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, থমকে যেতে হচ্ছে। কিন্তু আইপিটিএ যাঁরা করেন, যে আদর্শ নিয়ে আইপিটিএ করেন, সেখানে হতাশার কোনও জায়গা নেই। সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদের আরো বাড়াতে হবে। আমি সম্মেলনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
IPTA
বহুত্ববাদের পক্ষে সাংস্কৃতিক লড়াইয়ে প্রত্যয়ী গণনাট্য, লোগো প্রকাশ রাজ্য সম্মেলনের
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0