‘এখনও পর্যন্ত ভারত যা প্রত্যাঘাত এনেছে তা অত্যন্ত সংযত এবং সীমাবদ্ধ।’ মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওকে একথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন এক্সহ্যান্ডেলে জয়শঙ্কর নিজেই জানিয়েছেন যে মার্কিন বিদেশ সচিবের সাথে কথা হয়েছে। সেখানে তিনি একথা বলেছেন।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রুবিওর সাথে পাকিস্তানের সেনা প্রধানেরও কথা হয়েছে। চলতি সপ্তাহে বিদেশ মন্ত্রী জয়শঙ্করের আরও একবার কথা হয়। সেখানে পাকিস্তানের সাথে সামরিক সংঘাত বন্ধ করার আবেদন মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় বলে জানা যায়।
উল্লেখ্য ভারতীয় সেনার পক্ষ থেকে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ করে হামলা চালানো হয়। প্রত্যাঘাত হিসাবে পাকিস্তানের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় স্কুল, হাসপাতাল, সাধারণ নাগরিকদের বাড়ি লক্ষ করে হামলা চালায়। বহু সাধারণ নাগরিকের মৃত্যু হয়। পাল্টা ভারতীয় সেনার পক্ষ থেকে করাচি, ইসলামাবাদ সহ পাকিস্তানের একাধিক জায়গায় আক্রমণ করে ভারতীয় সেনা। জলপথেও চলে আক্রমণ।
Comments :0