প্রবল বৃষ্টি এবং হড়পা বানের জেরে উত্তরাখন্ডে মৃত চার, মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই অনুমান। আশঙ্কা বহু মানুষের নিখোঁজ হওয়ার। একাধিক ব্যাক্তি নিখোঁজ বলে জানা যাচ্ছে। টানা কয়েকদিন ধরে ভারি বৃষ্টি চলছে উত্তরাখন্ডে। মঙ্গলবার বৃষ্টির জেরে একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। উত্তরকাশীর একাধিক এলাকা হড়পা বানে ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে।
উত্তরকাশী পুলিশের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি পোস্ট করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যেই ছবি পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে বন্যার ভয়াবহ চরিত্র। সূত্রের খবর একাধিক এলাকার বাড়ি, বাজার ভেসে গিয়েছে বন্যায়। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন, রাজ্য প্রশাসন এবং সেনা ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করে দিয়েছে। তিনি আরও জানিয়েছেন গোটা বিষয় নিয়ে প্রশাসনের উচ্চপর্যায়ের আধিকারিকদের সাথে তিনি যোগাযোগ রাখছেন। আক্রান্তদের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
চলতি বছর বেশ কয়েকবার ভারি বৃষ্টির সাক্ষী থেকেছে উত্তরাখন্ড। একাধিক হড়পা বানের ঘটনা ঘটেছে।
Uttarakhand
উত্তরাখন্ডে হড়পা বানে মৃত চার, নিখোঁজ অনেকে

×
Comments :0