Election Commission SIR

বিএলওদের নিরাপত্তা দেবে থানা, জানালেন ইআরও

রাজ্য

বিএলওদের নিরাপত্তা দেবে স্থানীয় থানা। আলিপুরে বৈঠকের পর এমনটাই জানানো হলো কমিশনের পক্ষ থেকে। আগামীকাল থেকে এসআইআরের কাজে বাড়ি বাড়ি যাবেন বিএলও’রা সাথে থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএরা। তার আগে সোমবার আলিপুরে ইআরও’র সাথে ছিল বিএলওদের বৈঠকে। সেই বৈঠকেও শনিবারের বৈঠকের মতো নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিএলওরা। সেখানেই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নিরাপত্তার দায়িত্ব স্থানীয় থানার। 
শনিবার নজরুল মঞ্চের বৈঠকে তিনটি দাবি জানানো হয় বিএলওদের পক্ষ থেকে। তাদের কথায়, যারা বিএলও হয়েছেন তারা বেশির বাগ স্কুল শিক্ষক। স্কুলে পড়ানোর পাশাপাশিই তাদের এই কাজ করতে বলা হয়েছে। এসআইআরের কাজ চলার জন্য একমাস নিজেদের কাজ থেকে ছুটি চায় তারা।
দ্বিতীয় ছিল নিরাপত্তার দাবি। তাদের কথায় কোথাও গিয়ে যদি তাদের সমস্যার মুখে পড়তে হয় সেই ক্ষেত্রে তার দায় এবং তাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে।
তৃতীয় যেই বুথ গুলোয় ভোটার সংখ্যা বেশি সেখানে একজন সহকারি বিএলও প্রয়োজন।

সোমবারের বৈঠকে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেই জানিয়েছেন ইআরও তমঘ্ন ঘোষ। তিনি জানান, দু'টি কাজের বদলে বিএলওরা কী ভাবে শুধু এসআইআরের কাজ করতে পারেন সেই বিষয় তারা আলোচনা করবেন সরকারের সাথে।
তার কথায় বিএলওদের কাছে স্থানীয় থানার নম্বর দিয়ে দেওয়া হবে। থানার সাথে ইতিমধ্যে কমিশনের আলোচনা হয়েছে, তাদের নিরাপত্তার ব্যবস্থা থানা করবে। এবার প্রশ্ন এখানে থানা গুলোয় কি পর্যাপ্ত পুলিশ রয়েছে এই নিরাপত্তা দেওয়ার। কারণে এক একটি থানা এলাকায় একাধিক পার্ট রয়েছে। কী ভাবে নিরাপত্তা দেবে তারা সেই নিয়ে রয়েছে সংশয়।
তবে সহকারি বিএলও দেওয়া হবে কি না সেই নিয়ে কোন সিদ্ধান্ত এখনও হয়নি বলেই খবর।

Comments :0

Login to leave a comment