Mamata Banarjee

বন্যায় নিহতদের পরিবারের ৭ জনকে চাকরির নিয়োগপত্র দিয়ে মমতার দায়মুক্ত হওয়ার চেষ্টা

রাজ্য

উত্তরবঙ্গের বন্যায় মৃতদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দায়মুক্ত হওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার আলিপুরদুয়ার জেলার হাসিমারায় বিপর্যস্ত এলাকা পরিদর্শন সেরে মুখ্যমন্ত্রী নাগরাকাটার বামনডাঙ্গায় পৌঁছান তিনি। সেখানে ত্রাণ বিতরণ ও ক্ষয়ক্ষতির পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের সাতজন সদস্যের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন। 
মুখ্যমন্ত্রী বলেন, “জলের তোড়ে অনেকের গুরুত্বপূর্ণ নথিপত্র ভেসে গিয়েছে। প্যান কার্ড, আধার কার্ড যেটাই হারিয়ে যাক না কেন, সরকার তা নতুন করে বানিয়ে দেবে।” তিনি আরও জানান, যাঁদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে, তাঁদের জন্য সরকার নতুন করে বাড়ি তৈরি করে দেবে।
মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, বিপর্যয় মোকাবিলায় রাজ্য প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “পুলিশ, প্রশাসন, স্বাস্থ্য ও সেচ দপ্তর সবাই একসঙ্গে কাজ করছে।”
ভুটানের জল নেমে উত্তরবঙ্গের একাধিক জায়গায় যে বিপর্যয় ঘটেছে, সেই প্রসঙ্গে এদিন ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই ওরা ক্ষতিপূরণ দিক।”
উল্লেখ্য উত্তরবঙ্গের এই বন্যার জন্য প্রথম থেকেই মুখ্যমন্ত্রী ‘বাইরের জলের তত্ত্ব’ সামনে এনেছেন। তিনি বোঝানোর চেষ্টা করেছেন বাইরের জলের জন্য এই ভয়াবহ বন্যা হয়েছে। একবারের জন্য বললেন কেন বৃষ্টির আগাম সতর্কতা থাকা সত্ত্বেও তার প্রশাসন ব্যবস্থা নেয়নি। কেন মানুষকে অন্যত্র স্থানান্তরিত করা হয়নি। ত্রাণ বিলি নিয়েও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সব নিয়ে কোন কথাই শোনা যাচ্ছে না মুখ্যমন্ত্রীর মুখে।

Comments :0

Login to leave a comment