৯৬ পার। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত পড়ুয়ারা। সোমবার সকালে অনশনরত পাঁচ পড়ুয়ার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসাপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
                        
                        
এই পরিস্থিতিতে সোমবার মেডিকেল কলেজে কনভেনশনের ডাক দিয়েছেন ছাত্র ছাত্রীরা। সেই কনভেনশনে চিকিৎসকদের একাংশ সেখানে উপস্থিত থাকবেন বলে খবর। এর পাশাপাশি আগামীকাল নাগরিক মিছিলের ডাক দিয়েছেন মেডিকেল কলেজের পড়ুয়ারা। আবার এই একই দিনে স্বাস্থ্য ভবনে বৈঠক রয়েছে। তবে সেই বৈঠকে পড়ুয়ারা যোগ দেবেন কিনা তা এখনও জানা যায়নি।
এসএফআই’র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য আন্দোলনে সংহতি জানিয়েছে। তিনি বলেছেন, ‘‘মেডিক্যাল কলেজে আন্দোলনে অনশনরত ছাত্ররা অসুস্থ হয়ে পড়ছেন। আন্দোলনরত ছাত্রদের প্রতি সম্পূর্ণ সংহতি জানাই। ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। স্বচ্ছ গণতান্ত্রিক ছাত্রভোট অবিলম্বে করতে হবে। এসএফআই দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছে। তৃণমূল সরকার এই দাবি মানতে বাধ্য হবে।
রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন আটকে রয়েছে কলেজে কলেজে। রাজ্য সরকার নির্বাচন আটকে রেখেছে। মেডিক্যাল কলেজের ছাত্রসংসদের নির্বাচনও হচ্ছে না। অভিযোগ, আন্দোলনকে হেয় করতে নানা পন্থা নিচ্ছে রাজ্য। বিভিন্ন বিভাগে চিকিৎসা মেডিক্যাল ছাত্ররা করেন না। সেখানে চিকিৎসা ব্যাহত হওয়ায় ছাত্রদের ওপর দোষ চাপানো হচ্ছে। তৃণমূল কংগ্রেস সরকারে আসীন হওয়ার পর থেকেই স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব পালন করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0