Messi

বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচে খেলবেন না মেসি

খেলা

বৃহস্পতিবার দেশের মাটিতে নীল সাদা জার্সি গায়ে নিজের শেষ ম্যাচ খেললেন মেসি। ভেনেজুয়েলার বিরুদ্ধে গতকালের ম্যাচে ৩ গোলে জয়ী হয়েছে আর্জেন্টিনা। গোলও পেয়েছেন তিনি। তবে ম্যাচের পর মেসি জানিয়ে দিয়েছেন আগামী ১০ সেপ্টেম্বর ইকোয়েডারের বিরুদ্ধে আর্জেন্টিনার যেই ম্যাচ রয়েছে সেই ম্যাচে তিনি নামবেন না। বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে দেখা যাবে না মেসিকে। 
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসি জানিয়েছেন, ‘কোচ সালোনির সাথে আমার কথা হয়েছে, দুজনে আমরা আলোচনা করে ১০ সেপ্টেম্বরের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছি। বলা ভালো কোচ এই সিদ্ধান্ত নিয়েছেন।’ আর্জেন্টিনার অধিনায়কের কথায়, সদ্য একটি চোট সাড়িয়ে মাঠে নেমেছেন তাই কোচ তাকে পরবর্তী ম্যাচে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ খেলার পর মেসির কথায় ফুটে ওঠে আবেগ। তিনি বলেন, ‘যেই ভাবে শেষ করতে চেয়েছিলাম সেই ভাবে শেষ করতে পেরেছি। ফুটবল আমাকে অনেক কিছু শিখিয়েছে। আর্জেন্টিনার দর্শকদের সামনে খেলা সব সময় উপভোগ যোগ্য।’

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন