রাজ্য থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিলো বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সরে গিয়েছে রাজ্য থেকে। অন্য সব বছরের তুলনায় চলতি বছর বঙ্গে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে বেশি। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যানেই তা বলছে। অন্য বছর অক্টোবরের দশ তারিখের মধ্যেই বর্ষার বিদায় হয় রাজ্য থেকে এবার কিছুটা বিলম্ব হলো। শুধু বাংলায় নয় কর্ণাটক তেলেঙ্গানা মহারাষ্ট্রের অনেকাংশ থেকেই বর্ষার বিদায় ঘটেছে।
শারদীয় উৎসবের পর থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে দক্ষিণের বিভিন্ন জেলায় কমেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও। দক্ষিণবঙ্গে আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত রোদ ঝলমলে আবহাওয়ায় থাকবে। কিন্তু বর্ষা বিদায়ের হলেও বৃষ্টি আর হবে না সে কথা বলা যাচ্ছে না। নিম্নচাপ বা অন্য কারণে বৃষ্টি হতেই পারে। মৌসুমী বায়ুর জায়গায় উত্তর ও উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বাংলার দিকে প্রবেশ করবে সপ্তাহের শেষেই। যার ফলে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। কিন্তু বাতাসে যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে তাপমাত্রার দ্রুত পরিবর্তন হচ্ছে না। ফলে শীত পড়তে সময় লাগবে তা স্পষ্ট।
উত্তরবঙ্গের ভারী বৃষ্টি ও বিপর্যয়ের পর থেকে উত্তরবঙ্গেতেও বৃষ্টি হয়নি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে বঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
Comments :0