কুয়ো থেকে মা ও শিশু সন্তানের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের মহম্মদ বাজার এলাকার সুকনা গ্রামে। জানা গেছে, উদ্ধার হওয়া দেহ দুটি গ্রামেরই গৃহবধূ পিঙ্কি দলুই (২২) ও তাঁর ছেলে উৎপল দলুইয়ের (০২)। মৃতা পিঙ্কি দলুয়ের ঘর থেকে এক সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। তাতে পিঙ্কি দলুই লিখে গেছেন, এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
মৃতার পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিঁখোজ ছিল গৃহবধূ ও তার পুত্র সন্তান। সারা রাত খোঁজাখুঁজি করেও হদিশ মেলে নি। এদিন দুপুরের পর কুয়োর মধ্যে দেহ দুটি ভেসে থাকতে দেখেন পরিবারের লোকজন। খবর দিলে দমকল বাহিনী এসে দেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ দুটি। ঘটনা হতবাক করেছে সকলকে। গৃহবধূর বাপের বাড়ির সাঁইথিয়া ব্লকের সিউর গ্রামে। মৃতার বাবা নিবারন দলুই জানিয়েছেন, মেয়ে কেন এমন করল বুঝতে পারছি না। কোনরকম কোনও অশান্তির কথা কোনোদিন শুনিনি মেয়ের শ্বশুরবাড়িতে।
Body Found in Well
কুয়ো থেকে মা ও শিশুর দেহ উদ্ধার মহম্মদ বাজারে

×
মন্তব্যসমূহ :0