মধ্যপ্রদেশে সরকারি প্রকল্পের উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী মুখে ফের শোনা গেলো অপারেশন সিঁদুর প্রসঙ্গ। ধরের সমাবেশ থেকে প্রধানমন্ত্রী বলেন, ভারত কোন পরমানু অস্ত্র এবং হুমকিকে ভয় পায় না।
তিনি বলেন, ‘অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা পাকিস্তানকে বাধ্য করেছে মাথা নত করতে। পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদী ঘাঁটি গুলোকে শেষ করে দিয়েছে ভারতীয় সেনা।’
গতকাল জইশ-ই-মহম্মদের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের প্রধান মাসুদ আজহারের পরিবারের সদস্যরা নিহত হয়েছেন অপারেশন সিঁদুরে।
এদিনের সভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেন গত ১১ বছরে প্রায় ২৫ কোটি ভারতীয়কে দারিদ্র সীমার বাইরে আনা হয়েছে। কিন্তু বিভিন্ন পরিসংখ্যা অন্য কথা বলছে। পরিসংখ্যান বলছে ১২৭ টি দেশের মধ্যে বিশ্ব খাদ্য সূচকের তালিকায় ভারতের স্থান ১০৫। ভারতের মোট জনসংখ্যার ১৩.৭ শতাংশ অপুষ্টির শিকার। ৩৫.৫ শতাংশ শিশু অপুষ্টির শিকার। ২.৯ শতাংশ শিশুর জন্মের পাঁচ বছরের মধ্যে মারা যায়। দক্ষিণ এশিয়ায় বয়সের তুলনায় কম ওজনের শিশু ১৮.৭ শতাংশ। দক্ষিণ এশিয়ায় এই হার সবচেয়ে বেশি। উচ্চতা অনুপাতে কম এমন শিশু ৩১.৭ শতাংশ। ২৭.৪ শতাংশ শিশু জন্মায় কম ওজন নিয়ে।
মহিলাদের ৫৩ শতাংশ রক্তাল্পতার শিকার। ১৫-৪৯ বয়সসীমার মহিলাদের ক্ষেত্রে করা হয়েছে এই সমীক্ষা। আবার ২.৮ শতাংশ শিশু, যাদের বয়স পাঁচ বছরের কম, বেশি ওজনে ভুগছে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই হার ৭.৩ শতাংশ। খাদ্য সুরক্ষা এবং পুষ্টি সংক্রান্ত ২০২৪’র এই রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বা ‘ফাও’, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি বা ‘ডব্লিউ এফপি’-র মতে প্রতিষ্ঠান ও সংস্থা যৌথভাবে।
এদিন প্রধানমন্ত্রী ‘সুস্থ নারী স্বাস্থ্যকর পরিবার’ প্রকল্পের উদ্বোধন করেন। তিনি বলেন, বিভিন্ন সরকারি স্বাস্থ্য কেন্দ্রে মহিলাদের শারিরীক পরীক্ষা করা হবে বিনামূল্যে এবং ওষুধ দেওয়া হবে বিনামূল্যে।
Narendra Modi
জন্মদিনেও মোদির মুখে মিথ্যা ভাষণ

×
Comments :0