দেশের পরবর্তী সিবিআই কর্তা হিসেবে নিযুক্ত হলেন কর্ণাটক পুলিশের ডিজি প্রবীণ সুদ। প্রথামাফিক সিবিআই কর্তার নাম চুড়ান্ত করেন উচ্চ পর্যায়ের এক কমিটি। সেই কমিটিতে থাকেন প্রধানমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি ও লোকসভার বিরোধী দলনেতা। ওই কমিটিতে তিনটি নাম প্রস্তাব করা হয়। সেখান থেকে চুড়ান্ত মনোনিত হন প্রবীণ সুদের নাম।
১৯৮৬ সালের কর্ণাটক ক্যাডারের এই আইপিএস আধিকারিক বর্তমান সিবিআই কর্তা সুবোধ কুমার জসওয়ালের পরেই দায়িত্ব নেবেন বলে জানা গিয়েছে।
Comments :0