UP House Arrest

মোদীর বারাণসী সফরে বিরোধী নেতাদের গৃহবন্দি করার অভিযোগ কংগ্রেস, এসপি’র

জাতীয়

বারাণসী সফরে মরিশাসের প্রধানমন্ত্রী নরীনচন্দ্র রামগোলামের সঙ্গে নরেন্দ্র মোদী।

বিক্ষোভের আশঙ্কা ছিল। তার জন্য বিরোধী নেতাদের গৃহবন্দি করা হয়েছিল প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে। নরেন্দ্র মোদীর নিজের কেন্দ্র বারাণসী সফর ঘিরে এমন অভিযোগে সরব উত্তর প্রদেশের বিরোধী শিবির।
গত ১১ সেপ্টেম্বর বারাণসী সফরে যান মোদী। মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগোলামের সঙ্গে বৈঠকও ছিল সূচিতে। ‘ভোটচুরি‘ নিয়ে দেশময় প্রতিবাদের অংশ হিসেবে মোদীর সফরের দিন বিক্ষোভের ডাক দিয়েছিল কংগ্রেস। 
প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই শনিবার বলেছেন, ‘‘গত বুধবার থেকে প্রায় ১৬ ঘন্টা আমাকে লক্ষ্ণৌয়ের বাড়িতে বন্দি করে রাখা হয়। ওই দিন রাত সাড়ে ১১টায় আমার বাড়িতে পুলিশ আসে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ ছাড়া হয়।’’
শনিবারই মণিপুর সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। ২০২৩’র মে-তে রক্তক্ষয়ী জাতি সংঘর্ষের পর এর আগে আর যাননি মোদী। কুকি এবং মেইতেই প্রধান এলাকায় আলাদা করে সভা রাখা হয়েছে তাঁর জন্য। কুকি প্রধান চুরাচাঁদপুরে বক্তব্যে শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 
এদিনে লক্ষ্ণৌয়ে রাইয়ের পাশাপাশি বারাণসীর সমাজবাদী পার্টি (এসপি)‘র জেলা সভাপতি সুজিত যাদবও গৃহবন্দি করার অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, ‘‘নিকটাত্মীয়ের শেষ যাত্রায় যোগ দিতে চাইলেও পুলিশ রাজি হয়নি।’’ 
তিনি বলেছেন, ‘‘বিক্ষোভের পরিকল্পনা থাকলেও বিদেশি অতিথিদের সামনে কোনও কুশপুত্তলিকা পোড়ানোর কথাই ছিল না। শান্তিপূর্ণ উপায়ে হাতে পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে ভোট কারচুপি, এসআইআর এবং গণতন্ত্র নিয়ে দাবি তুলতে চাওয়া হয়।’’ 
অজয় রাই এর আগে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে বলেছিলেন যে লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধীর বিরুদ্ধে রায়বেরিলিতে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগান শুনে মাথা খারাপ হয়ে গিয়েছে বিজেপি’র। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রতিবাদ জানিয়ে রাজ্যবাসীকে এই পরিস্থিতি সম্পর্কে সচেতন করতে চায় কংগ্রেস। 
বারাণসী কেন্দ্রে ২০২৪’র নির্বাচনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী ছিলেন অজয় রাই। এই ভোটে প্রধানমন্ত্রী জয়ী হলেও কমে যায় ব্যবধান। ১.৫২ লক্ষের কিছু বেশি ভোটে জয়ী হন মোদী। এই ভোটে কারচুপির অভিযোগ বারবারই তুলেছে কংগ্রেস।
এদিন রাই বলেন, ‘‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানানো কি অসাংবিধানিক? বরং অসাংবিধানিক কায়দায় বিরোধী স্বর দমন করা হলো নরেন্দ্র মোদীর সফরে।’’ 
তবে উত্তর প্রদেশ পুলিশ গৃহবন্দি করার অভিযোগ সম্পর্কে কোনও মন্তব্য করেনি।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন