Ghatakpukur

ভাঙড়ের ঘটকপুকুরে ধিক্কার মিছিল

জেলা

সোমবার ভাঙড়ের ঘটকপুকুরে নারী নির্যাতনের বিরুদ্ধে ধিক্কার মিছিল।

সন্দেশখালিসহ নারী নির্যাতনের প্রতিবাদে ধিক্কার মিছিল হল ভাঙড়ের ঘটকপুকুরে। সোমবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ভাঙড় লোকাল কমিটির উদ্যোগে ঘটকপুকুরে এক আলোচনাসভা হয়। এই সভায় বক্তব্য রাখেন মহিলা নেত্রী মানসী ঘোষ, প্রভা ঘোষ, রুমকি সরকার প্রমুখ। সভা পরিচালনা করেন শিলা সরদার। আলোচনাসভার শেষে ঘটকপুকুর এলাকায় মিছিল পরিক্রমা করে। মিছিলে মহিলা সমিতির নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।  

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন