নবমীর সকাল থেকে কোচবিহারে অসুরের ভূমিকায় বৃষ্টি। নাগারে বৃষ্টি চলছে জেলা জুড়ে। এই প্রবল বৃষ্টির জেরে কোচবিহার দক্ষিণ খাগড়াবাড়ি সংলগ্ন এলাকার কোচবিহার- শিলিগুড়ি রোডের ওপর ভেঙে পড়লো স্থানীয় বীণাপাণি ক্লাবের আলোকসজ্জার গেট। এরফলে এই রাস্তার উপর যান চলাচল রীতিমতো ভোগান্তির সম্মুখীন। তবে ইতিমধ্যেই এই ভেঙে পড়া আলোকসজ্জার গেটের কাঠামো রাস্তা থেকে সরিয়ে ফেলতে তৎপর সংশ্লিষ্ট এই পূজা কমিটির সদস্যরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগান তারাও। এদিন চালসা ময়নাগুড়ি রোডে ঝড়ো হাওয়ায় গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার নবমীর সকালে ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ল ওদলাবাড়ি বিধানপল্লী পুজা মন্ডপের গেট। ওদলাবাড়ি ক্রান্তি দুই লেনের একদিকে ভেঙে পড়ে গেট।এর ফলে রাস্তার যান চলাচল একমুখী।প্রশাসন থেকে রাস্তা স্বাভাবিক করার কাজ চলছে।
আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল উৎসবের দিনগুলোতে বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বুধবার নবমী ও দশমীতে বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছিল। বুধবার হাওয়া অফিস সূত্রে পাওয়া খবরে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে শুধু নবমী দশমী নয় একাদশীতেও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হুগলী, নদীয়া জেলায়। নিম্নচাপের কারণে প্রবল ঝড়বৃষ্টি ও উপকূলের জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে দশমীর দিন কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায়। বাকি সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে গভীর নিম্নচাপ দশমীর দিনই ঘনীভূত হবে। তার গন্তব্য ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ হলেও বাড়বে বৃষ্টি। উপকূল থেকে শুরু করে পাহাড়ে জারি রয়েছে কমলা সতর্কতা। অতি বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গেও।
বুধবার নবমীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গে। দশমীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। একাদশী ও দ্বাদশীতে দুর্যোগের আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং-সহ ওপরের পার্বত্য পাঁচ জেলাতে দুর্যোগের আশঙ্কা বেশি রয়েছে। মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবারেও উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
এবার পুজোয় বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই মতোই কম-বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছিল, নবমী থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে।
Coochbehar Rain
নাগারে বৃষ্টি কোচবিহারে, ঝড়ে ভাঙল আলোকসজ্জার গেট

×
Comments :0