পহেলগাম ঘটনার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ওপর যেই প্রত্যাঘাত করা হয় তা ছিল আত্মরক্ষার জন্য। লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, অপারেশন সিঁদুরের প্রথম রাতে ২২ মিনিটে ভারতীয় বায়ু সেনা পাকিস্তানে এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটি গুঁড়িয়ে দেয়, ১০০ জনের বেশি সন্ত্রাসবাদী এই হামলায় নিহত হয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রী সংসদে জানিয়েছেন ভারতের ডিজিএমও’র পক্ষ থেকে পাকিস্তানের ডিজিএমও’র সাথে যোগাযোগ করা হয় সন্ত্রাসবাদী ঘাঁটি গুলোয় হামলা করার পর। ভারতের পক্ষ থেকে জানানো হয় তারা আর কোন সংঘাত চায় না। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে এমন বার্তা দেওয়ার পরও পাকিস্তানের পক্ষ থেকে ভারতীয় ভূখন্ডে ড্রোন হামলা, মিসাইল হামলা করা হয়। রাজনাথ সিংয়ের কথায় ভারতীয় বায়ু সেনার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পাকিস্তানের হামলা গুলোকে প্রতিহত করা গিয়েছে।
যুদ্ধ বিরতি প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘১০ মে ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে পাকিস্তানের একাধিক সামরিক এবং বায়ু সেনার ঘাঁটিতে আঘাত আনার ফলে নিজেদের হার স্বীকার করে পাকিস্তান। যুদ্ধ বিরতির কথা বলেন তারা। তবে ভবিষ্যতে পাকিস্তানের পক্ষ থেকে যদি কোন আঘাত আনা হয় ভারতের ওপর তাহলে ফের অপারেশন শুরু হবে।’ পাক অধিকৃত কাশ্মীর দখল করা যে অপারেশন সিঁদুরের লক্ষ ছিল না তা এদিন স্পষ্ট করেছেন রাজনাথ সিং।
সোমবার লোকসভায় শুরু হয়েছে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা। সূত্রের খবর রাজনাথ সিংয়ের পাশাপাশি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনায় অংশ নেবেন।
পহেলগামে সন্ত্রাসবাদী হামলা এবং পরবর্তী সময় যুদ্ধ বিরতি নিয়ে মার্কিন রাষ্ট্রপতির যেই বিবৃতি সেই বিষয় নিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আবেদন সরকারের কাছে করেছিল বিরোধীরা। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই আবেদনে কোন সারা দেওয়া হয়নি।
Operation Sindoor debate
অপারেশন সিঁদুর ছিল আত্মরক্ষার জন্য : রাজনাথ সিং

×
Comments :0