Rajpur Sonarpur

ম্যানহোলে নেমে পৌরসভার অস্থায়ী কর্মীর মৃত্যু

রাজ্য জেলা

ইনসেটে নিহত জয়ন্ত ঘোষ।

২৪ ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে, এখনও কলকাতা বেশকিছু এলাকায় জল জমে রয়েছে। একরাতের কয়েক ঘন্টার বৃষ্টিতে জলে প্লাবিত কলকাতা সহ সংলগ্ন একাধিক জেলা। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান জমাজলে জেরবার নাগরিক জীবন। সোনারপুরে জমা জল না নামায়, জমা জলে ম্যানহোলে নেমে হাইড্রেন পরিস্কার করতে গিয়ে তলিয়ে মৃত্যু হয়েছে জয়ন্ত ঘোষ (৪৩) নামে পৌরসভার অস্থায়ী এক সাফাই কর্মীর। তাঁর বাড়ি সোনারপুর থানার বোসপুকুর এলাকায়।  বুধবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে রাজপুর সোনারপুর পৌরসভার মিলন পল্লী এলাকায়। 
স্থানীয় বাসিন্দারা জানান, মিলন পল্লী এলাকায় বর্ষার জমা জল নামছিল না। পৌরসভার সাফাই কর্মীরা ম্যানহোল পরিস্কার করতে আসেন। জমা জলে ম্যানহোলের ঢাকনা খুলে জয়ন্ত ঘোষ কাজ করতে নামলে তলিয়ে যায়। পৌরসভার অন্যান্য সাফাই কর্মীরা তাঁর খোঁজ শুরু করেন। বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে প্রায় একশো মিটার দূরত্বে ম্যানহোলের কাছে তাঁর দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। সোনারপুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্ত করতে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের কথায়, ম্যানহোলে জলে তলিয়ে শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। 
এদিকে অস্থায়ী সাফাই কর্মীর মৃত্যুর ঘটনায় রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব দাস সাংবাদিকদের জানান, মর্মান্তিক ঘটনা। মৃত সাফাই কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। জলমগ্ন এলাকায় এদিন ম্যানহোল পরিস্কারের কাজে লাগানো হয়েছিল বেশ কিছু সাফাই কর্মীকে। ওই অস্থায়ী সাফাই কর্মী অসাবধানবশত ম্যানহোলের মধ্যে আটকে মারা গিয়েছেন।

Comments :0

Login to leave a comment