INSAAF YATRA

তুঙ্গে প্রচার, ব্রিগেডের সমর্থনে যাদবপুরে মিছিল

কলকাতা

CPIM west bengal panchayat election TMC BJP

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ব্রিগেডে ডিওয়াইএফআই-এর ডাকে সমাবেশ। তাকে কেন্দ্র করেই যাদবপুরে সংগঠিত হল প্রচার মিছিল।

প্রসঙ্গত, টানা ৫০ দিনের ইনসাফ যাত্রার পর এবার সেই ইনসাফের দাবিতেই আগামী ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন ডিওয়াইএফআই নেতৃত্ব। যার নাম দেওয়া হয়েছে ‘যৌবনের ডাকে জনগণের ব্রিগেড’'। সেই ব্রিগেডকে কেন্দ্র করেই, সারা রাজ্য জুড়ে চলছে প্রচার। পথসভা এবং মিছিল সহ বিভিন্নভাবে প্রচার চলছে কলকাতাতেও।

এবার যাদবপুরে সংগঠিত হল প্রচার মিছিল। শুক্রবার, যাদবপুরের অন্তর্গত মধুক্ষরা মোড় থেকে মিছিল শুরু হয়। তারপর সেই মিছিল ঘোরে বিস্তীর্ণ অঞ্চল। মিছিলের স্লোগানে বারবার উঠে আসে শিক্ষা, কাজ এবং ন্যায্য পাওনার দাবিতে ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার আহ্বান। অঞ্চলের বাম যুব কর্মীদের সঙ্গে ছাত্র কর্মীরাও পা মেলান এই মিছিলে। সেইসঙ্গে, মহিলা এবং শ্রমিক সংগঠনের কর্মীরাও উপস্থিত ছিলেন।

এলাকার মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে এই প্রচার মিছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ঘুরে এসে শেষ হয়। এই মিছিলে বিভিন্ন সংগঠনের জেলা এবং আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments :0

Login to leave a comment