Salim Bhangor

ভাঙড়ে সিপিআই(এম) কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা সেলিমের

রাজ্য

ভাঙড়ে সিপিআই(এম) কর্মীদের ওপর তৃণমূলের হামলার তীব্র নিন্দা জানালেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোমবার তিনি বলেন, ‘উত্তরবঙ্গের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য ভাঙড়ে ত্রাণ সংগ্রহ করছিলেন সিপিআই(এম) কর্মীরা। সেই সময় তাদের ওপর হামলা চালায় তৃণমূলের গুন্ডা বাহিনী। তৃণমূলের সিপিআই(এম)কে এতো ভয় কেন। তৃণমূল কখনও মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ায় না। বামপন্থীরা সব সময় মানুষের পাশে থেকেছে তাদের বিপদে।’ 
গতকাল তৃণমূলীদের আক্রমণে আহত হয়েছেন ব্লক কৃষক সভার নেতা এবং সিপিআই(এম) ভাঙড় ২ এরিয়া কমিটির সম্পাদক পলাশ গাঙ্গুলি সহ ১১জন নেতা ও কর্মী। পলাশ গাঙ্গুলির আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


রবিবার সারা ভারত কৃষক সভার ভাঙড় ২ ব্লক কমিটির উদ্যোগে পাকাপোল বাজারে অর্থ, ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছিল। আচমকাই তৃণমূলীরা ত্রাণ সংগ্রহে বাধা দেয়। তারা হুমকি দিয়ে বলে, লাল শালুর কাপড়ে কোন ত্রাণ সংগ্রহ করা যাবে না। প্রতিবাদ করাণ বেধড়ক মারধর করে তৃণমূলীরা। আক্রান্ত হয়েছেন ব্লক কৃষক সভার ১১ জন নেতা ও কর্মী। তাঁদেরকে প্রথমে ঢিবঢিবা ও জিরাণগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আক্রান্তদের মধ্যে সিপিআই(এম) নেতা পলাশ গাঙ্গুলির অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।‌ বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।‌ 
ভাঙড়ে কৃষক সভার নেতা, কর্মীদের উপর আক্রমণের ঘটনার খবর পেয়ে জিরাণগাছা স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি তুষার ঘোষ।‌ এই ঘটনায় তিনি বলেন, গোটা রাজ্যেই উত্তরবঙ্গে দুর্গতদের সাহায্যে ত্রাণ সংগ্রহ অভিযান চলছে। কৃষক সভা, বিভিন্ন গণসংগঠনের ডাকে লালঝান্ডা নিয়ে ভাঙড়ের ৯টি জায়গায় এদিন দুর্গতদের জন্য অর্থ ত্রাণ সংগ্রহ করা হয়।‌ লাল ঝান্ডা নিয়ে ত্রাণ সংগ্রহ করায় পাকাপোল বাজারে পরিকল্পিতভাবে আক্রমণের চক্রান্ত করে তৃণমূল। আশপাশের এলাকা থেকে তৃণমূল দলীয় কর্মীদের সংগঠিত করে। অর্থ সংগ্রহ কর্মসূচি চলাকালীন বাধা দেয়। প্রতিবাদ করায় মারধর করে। ‌ব্লক কৃষক সমিতির সম্পাদক তরিকুল ইসলাম, পলাশ গাঙ্গুলি, মোসারফ হোসেন সহ ১১জন আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় স্থানীয় পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।‌ এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এদিকে পলাশ গাঙ্গুলির আঘাত গুরুতর হওয়ায় তাঁকে সোনারপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতেই হাসপাতালে যান সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সহ অন্যান্য পার্টি নেতৃত্ব।

Comments :0

Login to leave a comment