বিপ্লবী জুলিয়াস ফুচিকের জন্মদিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে বই তুলে দিল এসএফআই। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসে ছাত্রদের হাতে 'ফাঁসির মঞ্চ থেকে' পৌঁছে দিল এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটি। ছাত্র নেতৃত্বের কথায় যে অন্ধকার সময়ের মধ্যে দিয়ে ফুচিক লড়ে যেতে শিখিয়েছিলেন, আজ সেই কিংবদন্তি আমাদের পথ নির্ধারণ করছে।
আঞ্চলিক কমিটির সম্পাদক মাল্যবান গাঙ্গলি বলেন, ‘‘আমাদের ফ্যাসিবাদের যেই আক্রমণ প্রত্যক্ষ করা যাচ্ছে তার বিরুদ্ধে ছাত্রদের লড়াই করতে হচ্ছে। ফুচিকের জীবন দেখলে আমরা জানতে পারি ফ্যাসিবাদের বিরুদ্ধে তার লড়াই। বর্তমান সময় দাঁড়িয়ে যেই আক্রমণ মগজের ওপর তার মোকাবিলা করার জন্য এই প্রয়াস।’’ তিনি জানিয়েছেন বহু ছাত্র ছাত্রী তাদের কাছে আবেদন করেছে এই বইটির জন্য। তাদের হাতে সেই বই এসএফআই পৌঁছে দেবে বলে জানিয়েছে মাল্যবান।
মন্তব্যসমূহ :0