TMC

তৃণমূলে ফিরলেন শোভন চ্যাটার্জি

রাজ্য

বিজেপি ঘুরে বৈশাখীকে নিয়ে তৃণমূলে ফের ফিরলেন শোভন চ্যাটার্জি। সোমবার সুব্রত বক্সী, অরূপ বিশ্বাসের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করলেন শোভন চ্যাটার্জি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন শোভন এবং বৈশাখী। বিজেপির হয়ে সেই সময় নির্বাচনে প্রচারও করেন তারা।
তৃণমূলে যোগদান করে মমতার কানন জানান ‘ঘরে ফিরে ভালো লাগছে।’ তৃণমূলে শোভনের ঘরে ফেরা ছিল সময়ের অপেক্ষা ছিল। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা ব্যানার্জি তাকে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)-র চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন। তাতেই বোঝা যায় যে সে আবার তৃণমূলে ফিরছে। শোভন এদিন জানান, দল তাকে যেই দায়িত্ব দেবে, নিজের যথাসাধ্য চেষ্টা দিয়ে তিনি তা করবেন।
২০১৮ সাল থেকে শোভনের সাথে তৃণমূলে সম্পর্ক খারাপ হতে থাকে। তাকে কলকাতার মেয়র পদ থেকে সড়িয়ে দেওয়া হয়। ফিরহাদ হাকিমকে বসানো হয় সেই পদে। ২০১০ থেকে তিনি ছিলেন কলকাতার মেয়র। পরবর্তী সময় মন্ত্রীত্বও ছাড়েন শোভন। দলের সাথে দুরত্ব তৈরি হয় তার।
২০২১ সালে শোভনের বেহালা পূর্ব আসন থেকে তার স্ত্রী রত্না চ্যাটার্জিকে প্রার্থী করে তৃণমূল। এদিন শোভনের দলে ফেরার পর রত্না বলেন, ‘শোভনবাবু বহুদিনের রাজনীতিবিদ। উনি তৃণমূলে ফিরেছেন, ওনাকে স্বাগত।’ 
তৃণমূলের অন্দরে গুঞ্জন ফিরহাদকে সরিয়ে হয়তো ফের শোভনকে কলকাতার মেয়র করতে পারেন মমতা। ইতিমধ্যে নিকাশি, বেআইনি নির্মান সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পৌরসভা। এই পরিস্থিতিতে ববিকে সরিয়ে ফের শোভনকে ওই পদে আনতে পারে তৃণমূল।
তৃণমূলের আরও একটা অংশের দাবি পার্থ চ্যাটার্জির বিধানসভা ক্ষেত্র বেহালা পশ্চিম থেকে শেভনকে প্রার্থী করতে পারে তৃণমূল। সেই ক্ষেত্রে পাশের আসনে রত্না চ্যাটার্জির সাথে শোভনের যেই সম্পর্ক তাতে সমস্যায় পড়তে পারে তৃণমূল। এই পরিস্থিতিতে রত্নাকে মহেশতলায় পাঠিয়ে শোভনকে তার পুরনো কেন্দ্র থেকেই প্রার্থী করতে পারে তৃণমূল।

Comments :0

Login to leave a comment