লেহতে অশান্তি এবং চারজনের মৃত্যুর তদন্তে বিচার বিভাগীয় কমিশনের দাবি জানিয়েছেন জেলবন্দি সোনম ওয়াঙচুক।
জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করে লাদাখের এই নেতাকে যোধপুরের জেলে বন্দি করে রেখেছে কেন্দ্রের প্রশাসন।
জেল থেকে বার্তায় রবিবার লাদাখের সব অংশের মধ্যে ঐক্য এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন ওয়াঙচুক।
লাদাখকে পৃথক রাজ্যের স্বীকৃতি এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় আনার দাবিতে লাগাতার আন্দোলন চলছে। লেহ এপেক্স বডি এবং কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স যৌথভাবে এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে।
অতীতে বিজেপি লাদাখের মানুষকে এই দুটি দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিল। নতুন দফায় কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আলোচনার নামে টালবাহানা চালাতে থাকায় আন্দোলন তীব্র হয়।
গত ২৪ সেপ্টেম্বর লাদাখের রাজধানী লেহতে অনশনকারীরা অসুস্থ হওয়ার পর বিক্ষোভ রাস্তায় নামে। বিজেপি’র স্থানীয় দপ্তরে আগুন লাগে। কেন্দ্রশাসিত অঞ্চলের সুরক্ষা বাহিনী গুলি চালালে চারজন নিহত হন।
ওয়াঙচুক জেল থেকে তার বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গত সপ্তাহেই তাঁকে বন্দী করার প্রতিবাদ জানিয়ে বিষয়টি বিবেচনার জন্য আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে।
এদিন ওয়াংচুকের বার্তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নেতৃত্ব।
লাদাখের বিভিন্ন স্তর থেকেই ২৪ তারিখের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। ওয়াংচুক বরাবর শান্তিপূর্ণ আন্দোলনেই নেতৃত্ব দিয়েছেন। তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের এর প্রতিবাদ দেশের বিভিন্ন প্রান্তেই হচ্ছে।
সম্প্রতি রাজস্থানের যোধপুর জেলে তাঁর সঙ্গে দেখা করতে গেলে রাজ্যের বিজেপি সরকারের পুলিশ আটকে দেয় সিপিআই(এম) পলিট বুরো সদস্য অমরা রামকে।
Sonam Wangchuk
অশান্তি-গুলিতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জেলবন্দি ওয়াঙচুকের

×
Comments :0