নিয়োগের দাবিতে পথে নামলেন চাকরিহারা ২০১৬ সালে এসএসসি গ্রুপ সি এবং ডি চাকরি প্রার্থীরা। এদিন করুণাময়ী থেকে তারা এসএসসি ভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করেন তারা। বাধা দেয় পুলিশ, চাকরিহারাদের সাথে শুরু হয় ধস্তাধস্তি।
রাজ্য সরকারের দুর্নীতির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশের বাতিল হয়েছে ২০১৬ এসএসসি প্যানেল। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়েছে চলতি মাসের ৭ এবং ১৪ তারিখ। যাদের বিরুদ্ধে দুর্নীতি করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে তারা পরীক্ষায় বসতে পারেননি। যোগ্য যারা তারা পরীক্ষায় বসেছিলেন, তার সাথে পরীক্ষা দিয়েছেন নতুন চাকরি প্রার্থীরাও। কিন্তু এখনও পর্যন্ত গ্রুপ সি এবং ডি কর্মীদের কি হবে তাই নিয়ে কোন সিদ্ধান্ত জানানো হয়নি আদালতের পক্ষ থেকে।
অন্যদিকে চাকরি যাওয়ার পর চাকরিহারাদের নিয়ে নেতাজি ইন্ডোরে সভা করেন মুখ্যমন্ত্রী। নিজের সরকারের দুর্নীতিকে আড়াল করার জন্য চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য ভাতা ঘোষণা করেন তিনি। সেই নিয়ে মামলাও হয় হাইকোর্টে।
মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন গ্রুপ সি’র চাকরিহারাদের ২৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে এবং যারা গ্রুপ ডি চাকরিহারাদের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।
এই ভাতা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছিল, আদালতের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় কীসের ভিত্তিতে এই টাকা দেওয়া হবে?
অন্যদিকে শূণ্য পদ বাড়াতে হবে এই দাবিকে সামনে রেখে বিকাশ ভবন অভিযান করেন ২০২৫ সালে পরীক্ষায় বসা এসএসসি চাকরি প্রার্থীরা। জানা গিয়েছে তাদের একটি প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়েছে দেখা করেছেন আধিকারিকদের সাথে।
Comments :0