চীনের সীমানা দখলের প্রসঙ্গ তুলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করলো সুপ্রিম কোর্ট। ভারত জড়ো যাত্রা চলাকালিন রাহুল মন্তব্য করেন যে সীমান্ত এলাকায় চীনের সেনা ভারতীয় সেনাকে কোনঠাসা করে দিয়েছে। তিনি অভিযোগ করেন ভারতের প্রায় ২০০০ স্কোয়ার কিলোমিটার সীমান্ত এলাকা দখল করে নিয়েছে চীন।
বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এজি মাসির বেঞ্চ সোমবার প্রশ্ন তোলেন, কি ভাবে কংগ্রেস নেতা জানতে পারলেন যে চীন ভারতের ২০০০ স্কোয়ার কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে।
রাহুলের পক্ষ থেকে আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনুসিংভি বলেন, ‘বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধী সরকারের সমালোচনা করতে পারেন।’ পাল্টা আদালতের পক্ষ থেকে বলা হয় এই সব কথা সংসদে বলার জন্য।
রাহুলের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা করেন উদয় শঙ্কর শ্রীবাস্তব। বিশেষ আদালতের পক্ষ থেকে তলব করা হয় রাহুলকে। সেই তলবের বিরোধীতা করে এলাহাবাদ হাইকোর্টে যান কংগ্রেস নেতা। আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় অভিযোগ খতিয়ে দেখেই রাহুলকে তলব করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট আরও বলে বাক স্বাধীনতা থাকা মানে এই নয় যে সেনা বাহিনীকে অপমান করা। পাল্টা রাহুলের পক্ষ থেকে সেই সময় দাবি করা হয় রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।
Rahul Gandhi
চীনের সীমানা দখলের মন্তব্য নিয়ে রাহুলের সমালোচনা করলো সুপ্রিম কোর্ট

×
Comments :0