SSC SUPREME COURT

সুপ্রিম কোর্টের এসএসসি বয়স ছাড়ে স্থগিতাদেশ

জাতীয় রাজ্য

এসএসসির বয়স ছাড়ে কলকাতায় হাইকোর্টের নির্দেশিকায় স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা সুযোগ পাননি, তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় পাবেন। সেই নির্দেশই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করেছে। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই নির্দেশিকা জারি করেছেন। 
২০১৬ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট আগেই বলেছিল, যারা বেআইনি ভাবে কাজ পায়নি তারা পরীক্ষায় বসার সুযোগ পাবে। নির্ধারিত বয়সসীমা পেরিয়ে গেলেও তারা আবেদন করতে পারবেন। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবং বয়সে ছাড়ের বিষয় নিয়ে কয়েকজন নতুন পরীক্ষার্থী হাইকোর্টে মামলা করেন। 
গত ১২ ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন, এসএসসি আলাদা করে দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করেনি। তাই যারা দুর্নীতির তালিকায় নেই তাদের জন্যও সুপ্রিম কোর্টের ওই রায় কার্যকর হবে।

Comments :0

Login to leave a comment