Madhya Pradesh

পীলীভীতে বাঘের হামলায় মৃত ৩

জাতীয়

মধ্যপ্রদেশের পীলীভীতের ১৫টি গ্রামে বাঘের আতঙ্ক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বাঘের হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। বাঘের আতঙ্কে গ্রামের মানুষজন বাইরে আসতে পারছেন না। প্রাণ বাঁচাতে সবাই গৃহবন্দী। খুলছে না বাজার, দোকান। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বাঘের খোঁজে চলছে তল্লাসি। 
রাজ্যের বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বাঘটিকে ধরার জন্য বিভিন্ন ফাঁদের ব্যবস্থা করা হয়েছে। বেশ কয়েকটি দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছেন বন দপ্তরের কর্মীরা। ড্রোন, নাইট ভিশন ক্যামেরা-সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বাঘটিকে ধরার জন্য।

Comments :0

Login to leave a comment