ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার চোরচিতা চোরেশ্বর হাইস্কুলে চাঞ্চল্যকর ঘটনা। শিক্ষকের উপর বন্দুক উঁচিয়ে হামলার চেষ্টা তৃণমূল নেতার ছেলের। সে ওই স্কুলেরই ছাত্র। পিস্তল সেই তৃণমূল নেতার। সেটির লাইসেন্স নেই বলে জানা গিয়েছে।
স্কুলে পিস্তল বের করে হামলা করতে গেলে সহপাঠীরাই বাধা দেয়। শিক্ষককের ভাড়া বাড়িতে গিয়েও হামলার চেষ্টা করে। সেই সময় সিভিক ও পুলিশ ওই ছাত্রকে পাকড়াও করায় প্রাণে বাঁচেন শিক্ষক সহ তাঁর স্ত্রী ও এক শিশু কন্যা।
জানা যায়, ওই তৃণমূল নেতার বাড়ি স্কুলের পাশ্ববর্তী ভামাল গ্রামে, নাম কেষ্ট দোলাই। ছেলে নীলাঞ্জন দোলাই, চোরচিতা চোরেশ্বর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ প্রশাসন সূত্রে জানা যায় যে লাইসেন্স বিহীন নাইম এম এম পিস্তলে দুই রাউন্ড গুলি লোড করা ছিল। এছাড়া ওই ছাত্রের হাতে চেন, পাঞ্জা সহ একটি ধারালো চুরিও উদ্ধার করে পুলিশ।
স্কুলের শিক্ষকদের বক্তব্য, দশম শ্রেণির ছাত্র ক্লাস চলাকালীন অন্যদের বিরক্ত করছিল। শিক্ষক তাকে সতর্ক করায় পাল্টা হুমকি দেয় ওই ছাত্র। তাতে শিক্ষক মহাশয় একটি চড় মারেন পিঠে। তা থেকেই শিক্ষক মহাশয়কে শায়েস্তা করার জন্য টিফিন পিরিয়ডে স্কুল থেকে পালিয়ে ঘর থেকে নাইন এমএম পিস্তল, চুরি, চেইন নিয়ে ফের স্কুলে হাজির হয়। শিক্ষককে শায়েস্তা করতে বন্দুক উঁচিয়ে স্কুলের মধ্যে দাপাদাপি করার সময় সহপাঠীরা তাকে ধরে ফেলে। স্কুল চত্বরে শোরগোল সহ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্কুলের শিক্ষকরা ঐ ক্লাস টিচার্সকে তাঁর ভাড়া করা বাসায় পাঠিয়ে দেন।
বাসার দোতলায় ওই শিক্ষক স্ত্রী ও এক নাবলক কন্যা নিয়ে থাকেন। সেখানে গিয়েও সেই দোতালা ঘরে ওঠার চেষ্টা সহ হামলা করে। সেই সময় সিভিক কর্মী সহ পুলিশ প্রসাশন গিয়ে তাকে অস্ত্র সমেত ধরে ফেলে।
gun in school
শিক্ষককে শায়েস্তা করতে স্কুলে বন্দুক, বাড়িতেও চড়াও তৃণমূল নেতার ছেলে

×
Comments :0