Trump Greenland

সমালোচনার মুখেও গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প

আন্তর্জাতিক

গ্রিনল্যান্ড দখলের লক্ষ্যে এবার নতুন কৌশল অবলম্বন করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি দাবি করেন, কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ এই আর্কটিক অঞ্চলে রাশিয়ার হুমকি রুখতে ডেনমার্ক ব্যর্থ হয়েছে। তিনি সরাসরি ঘোষণা করেছেন, ‘এখন সময় এসেছে এবং এটি দখল করা হবে।’
ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘গত ২০ বছর ধরে ন্যাটো ডেনমার্ককে বলে আসছে যে গ্রিনল্যান্ড থেকে রাশিয়ার হুমকি দূর করতে হবে। কিন্তু ডেনমার্ক এই ব্যাপারে কিছুই করতে পারেনি।’ এই অজুহাত দেখিয়ে ট্রাম্প ডেনিশ সার্বভৌমত্বাধীন স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে আমেরিকার অন্তর্ভুক্ত করার বিষয়টিতে অনড় অবস্থানে রয়েছেন। তবে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ বারবার স্পষ্ট করে দিয়েছে যে, গ্রিনল্যান্ড কোন ভাবে কারুর দখলে যাবে না।
ট্রাম্পের এই চাপের মুখে ইউরোপীয় ইউনিয়ন তাদের বাণিজ্যিক অস্ত্র ‘ট্রেড বাজুকা’ ব্যবহারের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ রবিবার ব্রাসেলসে এক জরুরি বৈঠকের পর ঘোষণা করেন, ‘ইউরোপের স্বার্থ রক্ষায় প্রথমবারের মতো ট্রেড বাজুকা ব্যবহারের সময় এসেছে।’

Comments :0

Login to leave a comment