উলুবেড়িয়ায় এক যুবকের মৃত্যুতে ‘এসআইআর আতঙ্কের’ অভিযোগ তুলল পরিবার। 
মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করার কাজ শুরু করেছেন বিএলও-রা।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম জাহির মাল (৩০)। তিনি উলুবেড়িয়া-২ ব্লকের খলিসানি গ্রাম পঞ্চায়েতের মালপাড়ার বাসিন্দা। এদিন তাঁর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করে পুলিশ। তবে জানা গিয়েছে যে সুইসাইড নোট পাওয়া যায়নি।
মৃতের পরিবারের দাবি, এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন এই যুবক। পরিবারের সদস্যদের সেই আতঙ্ক জানিয়েছিলেন তিনি। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা করছিলেন তিনি। 
পরিবারেরর বক্তব্য, এই আতঙ্কেই মঙ্গলবার সকালে বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি।
এই নিয়ে রাজ্যে পাঁচজনের মৃত্যুতে এসআইআর আতঙ্কের অভিযোগ উঠল। 
গত ২৮ অক্টোবর আগরপাড়ার প্রদীপ করের মৃত্যুতে এই অভিযোগ তুলেছিল তাঁর পরিবার। ৩০ অক্টোবর বীরভূমের ইলামবাজারে ৯৫ বছরের বৃদ্ধ ক্ষিতীশ মজুমদারের মৃত্যুতেও একই অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের নামে অভিযোগও দায়ের করেছে পরিবার।
এরপর দিঘায় শেখ সিরাজুদ্দিন, ডানকুনির হাসিনা বেগের মৃত্যুতেও এসআইআর আতঙ্কের অভিযোগ তুলেছে পরিবার। 
Uluberia Death
উলুবেড়িয়ায় যুবকের ঝুলন্ত দেহ, এসআইআর আতঙ্কের অভিযোগ পরিবারের
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0