2022 FOOTBALL WORLD CUP QUARTER FINAL

ঢাকে কাঠি বিশ্বকাপের শেষ আটের

খেলা

FIFA QATAR 2022 WORLD CUP FOOTBALL শুক্রবার থেকে শুরু হবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল

প্রায় মধ্য গগণে পৌঁছে গিয়েছে ২০২২ ফুটবল বিশ্বকাপ। শুক্রবার থেকে শুরু হতে চলেছে শেষ আটের ম্যাচ। 

ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যা সাড়ে আটটায় মাঠে নামতে চলছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিদ্বন্দী ক্রোয়েশিয়া। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে এই ম্যাচ হবে। 

ব্রাজিল ম্যাচ শেষের কয়েক ঘন্টার মধ্যেই মাঠে নামবে আর্জেন্টিনা। শনিবার রাত সাড়ে বারোটায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবেন মেসিরা। কাতারের লুসাইল স্টেডিয়ামে হবে এই ‘হাই-ভোল্টেজ’ ম্যাচ। 

শনিবার সন্ধ্যা সাড়ে আটটার সময় মাঠে নামবেন রোনাল্ডোরা। কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিদ্বন্দী মরোক্কো, যাঁরা স্পেনকে প্রি-কোয়ার্টার ফাইনালে হারিয়ে আলোড়ন সৃষ্টি করেছে। 

পর্তুগাল-মরোক্কো ম্যাচের রেশ কাটতে না কাটতেই শেষ আটের শেষ ম্যাচে মাঠে নামবে ফ্রান্স এবং ইংল্যান্ড। রবিবার রাত সাড়ে বারোটায় আল-বায়েত স্টেডিয়ামে হবে এই ম্যাচ। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন