Goa Boat Capsize

বড়দিনে গোয়ায় নৌকাডুবিতে নিহত ১, উদ্ধার ২০

জাতীয়

ছবি প্রতীকী।

গোয়ার সমুদ্রতীরে উলটে গেল পর্যটক বোঝাই নৌকা। একজন মারাও গিয়েছে। ২০জনকে উদ্ধার করা গিয়েছে বলে জানা যাচ্ছে। 
বড়দিন ঘিরে প্রতিবারই ভিড় থাকে গোয়ার সৈকতে। এবারও বহু পর্যটক মোটরবোটে চেপে ঘুরতে থাকেন। তার মধ্যে একটি বোট ডুবে যায়। উত্তর গোয়ার কালাঙ্গুটে এই দুর্ঘটনা।
বড়দিনে পর্যটনের চাপ থাকে। সেই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা বিধি মেনে সব জলযান চালানো হয় কিনা সে প্রশ্ন বারবারই উঠেছে। গোয়ার প্রশাসন জানিয়েছে, উদ্ধার কাজের পাশাপাশি তদন্তও চলছে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন