26 November Medinipur

২৬’র ডাক: শ্রমজীবীর বিশাল মিছিল মেদিনীপুরে

জেলা

মেদিনীপুর শহরে বিশাল মিছিল শ্রমিক, কৃষক এবং খেতমজুর সংগঠনসমূহের। ছবি: চিন্ময় কর

মেদিনীপুর শহরে কৃষক-খেতমজুর- শ্রমিকদের অধিকার রক্ষার স্লোগানে মিছিল হয়েছে। মেদিনীপুর শহরে বিশাল মিছিলে অংশ নেন সিআইটিইউ, সারা ভারত কৃষকসভা, সারা ভাত খেতমজুর ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা। 
মিছিলের পর গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশও হয়েছে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন