উত্তরাখণ্ডের ধসের পর নিখোঁজ কেরালার ২৮ পর্যটক। উত্তরাখণ্ড পর্যটনে গিয়ে এই পর্যটকরা ধরালি গ্রামের কাছেই ছিলেন।
বুধবার পর্যটকদের একজনের আত্মীয়া সংবাদমাধ্যমে জানান যে মঙ্গলবার সকাল থেকে আর যোগাযোগ নেই কারও সঙ্গে।
মঙ্গলবার গঙ্গোত্রী হিমবাহের পথে উত্তরাখণ্ডের ধরালি গ্রামে ভয়াবহ ধস নামে। কাদাজলের স্রোত তুমুল বেগে ঘরবাড়ি গিলে নিয়েছে। প্রশাসন জানিয়েছে ধরালির প্রায় অর্ধেক কাদার স্তূপের নিচে। গঙ্গোত্রী হিমবাহ পর্যটনের পথে পড়ে এই গ্রাম। আশ্রয় নেন পর্যটকদের অনেকেই।
কেরালার এই পর্যটকরা হরিদ্বারের একটি ট্যুর এজেন্সির সঙ্গে যোগাযোগ করে বেরিয়েছিলেন। তাঁদের ২০জন এখন মহারাষ্ট্রের বাসিন্দা। এক পর্যটকের আত্মীয়া জানান যে মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ শেষ কথা হয়েছিল। তারপর যোগাযোগ নেই। তাঁর অনুমান, জলকাদায় মোবাইল নষ্ট হয়ে গিয়েছে। ওই এলাকায় মোবাইল সংযোগ না থাকাও সমস্যার কারণ হতে পারে।
প্রশাসন বুধবার জানিয়েছে যে ৫ গ্রামবাসীর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে প্রাণহানি কত হয়েছে এখনও তা পুরোপুরি বোঝা সম্ভব হয়নি।
Uttarakhand Landslide
উত্তরাখণ্ডের ধসে নিখোঁজ কেরালার ২৮ পর্যটক

×
Comments :0