Septic Tank Death

ফের সেপটিক ট্যাঙ্কে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

জাতীয়

বিজেপি শাসিত গুজরাটে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে ফের তিন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গুজরাটের রাজধানী আমেদাবাদেই বিষাক্ত গ্যাস শরীরে ঢুকে দমবন্ধ হয়ে প্রাণ হারান তিন জন শ্রমিক। দানিলিমদা একটি জিনস ওয়াশিং ইউনিটে কাজ করতেন তাঁরা। শুক্রবার সকালে সেখানকারই সেপটিক ট্যাঙ্কে নামেন প্রকাশ পারমার, বিশাল ঠাকুর এবং সুনীল রাথভা। কিন্তু কয়েক মূহূর্তের মধ্যেই বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে যায় তাঁদের। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, প্রথমে একজন শ্রমিক নেমেছিলেন ট্যাঙ্কে। তাঁর কোনও সাড়া না পেয়ে আরও দু’জন নামেন। তিন জনেই বিষাক্ত গ্যাসের কবলে পড়ে প্রাণ হারান।
সহকারি পুলিশ কমিশনার ওয়াই এ গোহিল বলেন, এদিন সকালে দানিলিমদা এলাকার একটি জিন্স ওয়াশিং ইউনিটে শ্রমিকরা একটি সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন। ট্যাঙ্কে ঢোকার সাথে সাথেই শ্রমিক প্রকাশ পারমার, বিশাল ঠাকুর এবং সুনীল রাথভা শ্বাসরোধে মারা যান। তিনি বলেন, ইউনিটটি কিছু সময়ের জন্য বন্ধ ছিল। মালিক পুনরায় চালু করতে চেয়েছিলেন এবং সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য একজন ঠিকাদার নিয়োগ করেছিলেন। তদন্তে জানা গেছে যে ট্যাঙ্কে প্রবেশের পর একজন শ্রমিক অজ্ঞান হয়ে পড়ে। অন্যরা তার সাথে কী ঘটেছে তা দেখার জন্য সেপটিক ট্যাঙ্কে নামেন। তিনজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করেন। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, শ্রমিকদের কোনও সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়নি। সেই কারণেই ঠিকাদার এবং ইউনিট মালিকের বিরুদ্ধে অবহেলার কারণে মৃত্যু ঘটানোর জন্য মামলা দায়ের করা হবে। আরও একবার সাফাইকর্মীদের নিরাপত্তা, তাঁদের সুরক্ষা নিয়ে সরকারের অবহেলার প্রশ্ন উঠেছে।

Comments :0

Login to leave a comment