জলপাইগুড়ির মেলায় টয় ট্রেনের বগি ছিটকে পড়ে আহত হলেন তিন জন। আহতদের মধ্যে রয়েছে এক শিশুও। গত সোমবার রাতে এমন ঘটনায় তোলপাড় পড়ে যায় জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মেলায়।
জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়িতে ট্রেন দুর্ঘটনায় আহত একই পরিবারের শিশু সহ তিন জন। আস্ত বগি লাইনচ্যুত হয়ে রাজবাড়ী দিঘির পাশে পড়ে যায়। গ্রন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার মেডিক্যাল ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে সংস্থার সদস্যরা জানান,আহত তিনজন এই মুহূর্তে বিপদমুক্ত।
ঘটনার সূত্রপাত বৈকুণ্ঠপুর রাজবাড়ীর ঐতিহ্যবাহী মনসা মেলা প্রাঙ্গণে। সেখানকার খেলনা ড্রাগন ট্রয় ট্রেনে রাত ১১টা নাগাদ উঠেছিলেন অনেক জন। হঠাৎ মাঝখানের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায় রাজবাড়ি ছোট দিঘির কিনারায়। বগিতে থাকা জলপাইগুড়ি সমাজ পাড়ার একটি পরিবারের পাঁচ বছরের শিশু সহ তিনজন আহত হন।
মেলা কর্তৃপক্ষ আহতদের স্থানীয় একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ প্রশাসন মেলার নাগরদোলা, ট্রয় ট্রেন সহ যাবতীয় রাইড বন্ধ রাখতে বলেছে বলে জানা গেছে।
Jalpaiguri Fair
জলপাইগুড়ির মেলায় ছিটকে পড়ল টয় ট্রেন, আহত শিশু সহ ৩

×
Comments :0