Leopard Attack

জলপাইগুড়িতে শহরের কাছে চিতাবাঘের হামলায় আহত ৪

জেলা

জলপাইগুড়ি শহর লাগোয়া শোভাবাড়ি এলাকায় চিতা বাঘের আক্রমণে রক্তারক্তি।

ডুয়ার্সের পর এবার জেলা শহর জলপাইগুড়ির খরিয়া অঞ্চলের শোভা বাড়িতে চিতা বাঘের আক্রমণে গুরুতর জখম হয়েছেন গ্রামবাসীরা। 
স্থানীয়রা জানিয়েছেন, মহালয়ার রাতে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার শোভাবাড়ি বুথের ননীসা গ্রামের রাখাল দেবী চা বাগান সংলগ্ন এলাকায় ৪ জনকে বন্য জন্তু আক্রমণ করে।  আক্রান্তদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন চিতাবাঘ কামড়েছে তাঁদের। 
খবর পেয়েই রবিবার সকালে সিপিআই(এম) জেলা সম্পাদক পীযূষ মিশ্র সহ,কনক কিশোর মন্ডল, সাগর ভৌমিক হাসপাতালে ছুটে যান। বাড়িতে যান এলাকার পার্টি নেতা অঞ্জন সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। জখম ব্যক্তিদের খোঁজ নেন।  যে কোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকার কথা জানান। চিতা বাঘের আক্রমণে আক্রান্ত  ৪ জন হলেন বিশ্বজিৎ চ্যাটার্জি (২৫), রাজদীপ বিশ্বাস(১৬),মায়া পাল(৬১) প্রীতম রায় (২১) ।
আক্রান্ত রাজদীপ বিশ্বাস জানান, মহালয়ার রাতে বাড়ির সামনে শব্দবাজি ফাটাতে গিয়েছিলাম। হঠাৎ অন্ধকার থেকে উঠে এসে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। 
এক আক্রান্তের পুত্র বধূ জানান, ভোর তিনটে নাগাদ শাশুড়ি ঘরের বাইরে যেতেই ওনার ওপর ঝাঁপিয়ে পরে ওই জন্তু। শাশুড়ি বাঁচাও বাঁচাও চিৎকার করতেই আমরা ঘর থেকে ছুটে বাইরে এসে দেখি শরীরের বিভিন্ন স্থানে কামড় , আঁচড় দিয়ে পালিয়েছে ওই জন্তু। 
এদিকে গ্রামে বন্য প্রাণীর হানার খবর পেয়ে রবিবার সকালে এলাকায় পৌঁছয় পুলিশ সহ স্থানীয়রা, বন বিভাগকে এলাকায় টহল দিয়ে বাঘ ধরতে খাঁচা পাতার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। 
গত কয়েকদিন ধরে আশপাশের চার পাঁচটি গ্রামে চিতা বাঘের আতঙ্ক ছড়িয়েছে। জানা গেছে, আক্রান্ত মহিলার আঘাত গুরুতর হওয়ায় তাঁকে ভর্তি রেখে চিকিৎসা চলছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

Comments :0

Login to leave a comment