বন্যায় ক্ষতিগ্রস্ত চাষের জমি। সাফ করতে হবে আশেপাশের এলাকা। তার জন্য ক্ষতিগ্রস্তদের কোদাল-কাঁচির মতো উপকরণ তুলে দিলো সারা ভারত কৃষক সভা।
ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি ভয়াবহ ধ্বংস দেখেছে বন্যায়। সেখানেই ১০০টি পরিবারকে কোদাল ও কাঁচি তুলে দেওয়া হয় বৃহস্পতিবার।
ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি বন্যা বিধ্বস্ত এলাকার দুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সিপিআই(এম) ও বিভিন্ন গণসংগঠন। কয়েকদিন ধরে চলছে 'আমাদের রান্নাঘর' উদ্যোগের মাধ্যমে প্রতিদিন দু’বেলা রান্না করা খাবার স্থানীয়দের কাছে পৌঁছানোর কাজ। এদিন কৃষক সভা ঘোষণা করেছে যে কালীপুজোর পর ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলিকে গম, গাঁজর, তরমুজের বীজ সহ, যতটা সম্ভব, রাসায়নিক সার তুলে দেওয়া হবে। কৃষক সভার জেলা সম্পাদক প্রাণ গোপাল ভাওয়াল জানান, "শুধু ত্রাণ সামগ্রী বিলি করাই আমাদের উদ্দেশ্য নয়। মানুষ যাতে নিজেরাই ক্ষতিগ্রস্ত জমি ও বাড়িঘর পুনর্গঠনের কাজে নামতে পারেন, তার জন্য সহায়তা করাই মূল লক্ষ্য।"
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক সভার নেতা অনিল বর্মন, তপন গাঙ্গুলি, খরেন রায়, দুর্গা চরণ রায়, মুকুলেশ রায় সরকার সহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
AIKS Dhupguri
সাফ করতে হবে আবর্জনা, বন্যা বিধ্বস্ত ১০০ পরিবারকে কোদাল দিল কৃষকসভা

×
Comments :0