রাজ্য সরকারের চাপের কারণে আর জি করে খুন চিকিৎসক-ছাত্রীর মা-কে চিকিৎসা দিতে চায়নি হাসপাতাল। রবিবার এই অভিযোগ তুলেছেন ওই চিকিৎসকের বাবা।
গত শনিবার নবান্ন অভিযানের মিছিলে পুলিশের লাঠিচার্জে আহত হন চিকিৎসকের মা। নির্যাতিতার মা জানানা যে কপাল, হাত এবং পিঠে আঘাত পেয়েছেন তিনি। তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যান এবং অন্যান্য ডায়াগনস্টিক পরীক্ষা করা হয়েছে। এদিন তাঁকে ছাড়া হয় হাসপাতাল থেকে।
নির্যাতিতার বাবা রবিবার বলেন, "শনিবার সন্ধ্যায় আমার স্ত্রীকে দেখার পর ডাক্তার বলেছিলেন যে তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হবে। কিন্তু তিনি হাসপাতাল ছেড়ে যাওয়ার পর হাসপাতালের কর্তৃপক্ষ ভর্তি রাখতে অস্বীকার করে। তারা আমাকে বলে যে রাজ্য সরকারের কাছ থেকে চাপ দেওয়া হচ্ছে থাকায় আমার স্ত্রীকে ভর্তি করা যাবে না।"
নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীদের দেখতে এসএসকেএম হাসপাতলে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সাংবাদিকদের তিনি বলেন মোট ৭টি এফআইআর করা হয়েছে। নির্যাতিতার মায়ের অভিযোগ ছিল পুলিশ তাকে লাঠি দিয়ে আঘাত করেছে। এই বিষয়ে মনোজ ভার্মা বলেন, "আমরা এই বিষয়ে তদন্ত করবো। গতকালের বিভিন্ন ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। উনি অভিযোগ করেছেন যে ওনাকে আঘাত করা হয়েছে। এটা দুঃখজনক। উনি অভিযোগ করেছেন পুলিশ আহত করেছে। সেটা তদন্ত করে সবদিক দেখা হচ্ছে।"
Abhaya Mother Hospital
সরকারি চাপে অভয়ার মা'র চিকিৎসা করেনি হাসপাতাল, অভিযোগ বাবার

×
Comments :0