বিশ্ব চ্যাম্পিয়নের পর এইবার অলিম্পিকের পদকজয়ী টেবিল টেনিস তারকাকে হারালেন বাংলার মেয়ে ঐহিকা মুখার্জি। বিশ্বের একনম্বর টেবিল টেনিস তারকা চিনের সুন ইয়েসাংকে হারানোর পর এবার অলিম্পিকে পদকজয়ী দক্ষিণ কোরিয়ার শিন ইউবিনকে হারালো ঐহিকা। এশিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে ফাইনালে জয় পেলো ঐহিকা। প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী শিনের বিরুদ্ধে লড়াই যথেষ্ট কঠিন ছিল ঐশিকার পাঁচ গেমের লড়াইয়ে তাকে ১১-৯ , ৭-১১ , ১২ - ১০ , ৭-১১ , ১১-৭ পয়েন্টে হারিয়েছেন । প্যারিস অলিম্পিকে তাকে সুযোগ না দেওয়ায় যথেষ্ট সমালোচনা হয়েছিল। এই পারফরম্যান্সের দ্বারা সেইসব সমালোচনার জবাব দিলেন ঐহিকা।
Tablet Tennis Aihika
অলিম্পিক পদকজয়ীকে হারালেন ঐহিকা

×
মন্তব্যসমূহ :0