MP tribal man fired by BJP

মধ্যপ্রদেশে আদিবাসী যুবককে গুলি বিধায়ক পুত্রের

জাতীয়

মাস খানেক আগেই মধ্যপ্রদেশের এক আদিবাসী যুবকের গায়ে বিজেপি নেতার প্রস্রাব করার ভিডিও সামনে আসে। তারপর যদিও ড্যামেজ কন্ট্রোল করতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ওই আদিবাসী যুবকে পা ধুয়ে দেন মিডিয়ার সামনে। কিন্তু তাতে তো বিজেপির ধর্ম ও বর্ণ বিদ্বেশের মানসিকতা বদলাবার নয়। এবার এক আদিবাসী ব্যক্তিলে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল বিজেপি বিধায়কের পুত্রের বিরুদ্ধে।


আদিবাসী যুবক সূর্যকুমার খইরওয়ারকে গুলি করার অভিযোগ উঠেছে সিঙ্গরৌলির বিধায়ক রামলাল্লু বৈশ্যর পুত্র বিবেকানন্দ বৈশ্যের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত রাস্তায় ওই ব্যক্তির দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গাড়ি নিয়ে একটি সরু রাস্তা ধরে যাচ্ছিলেন বিবেকানন্দ। সেই সময় ওই রাস্তাতে এক দল মানুষ দাঁড়িয়েছিলেন। গাড়ি যেতে সমস্যা হওয়ায় ওই রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনের সঙ্গে বচসা শুরু হয় বিধায়কের পুত্রের।
রাস্তায় জটলা দেখে এগিয়ে এসেছিলেন আদিবাসী যুবক সূর্যকুমার। দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছিলেন তিনি।


সেই সময় আচমকাই পকেট থেকে বন্দুক বার করে সূর্যকুমারকে লক্ষ্য করে গুলি চালান বিধায়ক পুত্র বিবেকানন্দ। গুলি সূর্যের ডান হাতে লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সূর্যকুমার। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে চম্পট দেন বিবেকানন্দ। ঘটনার পর থেকে তিনি পলাতক। সিঙ্গরৌলির পুলিশ সুপার শিবকুমার বর্মা জানিয়েছেন, সূর্যকুমারকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অস্ত্রপচার হয়েছে এখন অবস্থা স্থিতিশীল। যদিও বিধায়ক পুত্র বিবেকানন্দের কোনও খোঁজ দিতে পারেননি পুলিশ সুপার।

Comments :0

Login to leave a comment