BOOK — PRADOSH KUMAR BAGCHI — Nothing Will be Forgotten — MUKTADHARA — 5 AUGHST 2025, 3rd YEAR

বই — প্রদোষকুমার বাগচী — কিছুই ভোলার নয় — মুক্তধারা — ৫ আগস্ট ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

BOOK  PRADOSH KUMAR BAGCHI  Nothing Will be Forgotten  MUKTADHARA  5 AUGHST 2025 3rd YEAR

বই

কিছুই ভোলার নয়
প্রদোষকুমার বাগচী


 

কিছুদিন আগে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ ছাত্র-গবেষক নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি বই লিখেছেন। ওই সময় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়সহ জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও প্রতিবাদে মুখর ছিলেন।  শাহীনবাগের লড়াই তাকে বিশিষ্ট মাত্রা দিয়েছিল। প্রতিবাদের ঐতিহাসিক সময়কালকে এই বইতে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ছাত্র-গবেষকের সাহসী প্রয়াসে ঘটনার যে স্মারক তিনি তৈরি করে রাখলেন তা ভোলার নয়। ১৫ ডিসেম্বর, ২০১৯ ভারতীয় মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নয়াদিল্লিতে ভারতের অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের বিরুদ্ধে হিংস্র হয়ে উঠেছিল পুলিশ। তার বিরুদ্ধে যে প্রতিবাদ দানা বেঁধেছিল তাকে এককথায় স্বাধীন ভারতের অন্যতম আকর্ষণীয় এবং সৃজনশীল শান্তিপূর্ণ প্রতিবাদ হিসাবে উল্লেখ করা যায়। যার কেন্দ্রে ছিল শাহিনবাগ। এই বইটি শিক্ষার্থীদের প্রতিবাদ, তাদের বিরুদ্ধে পরবর্তী রাষ্ট্রীয় অসিহষ্ণুতা এবং বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে নাগরিকদের আন্দোলনের একটি প্রত্যক্ষদর্শী বিবরণ। 
 

Nothing Will be Forgotten
Nehal Ahmed. LeftWord. Rs. 199/-

Comments :0

Login to leave a comment