BOOKTOPIC — SUBINOY MISHRA — PRIKHA VOY — NATUNPATA | 1 DECEMBER 2025, 3rd YEAR

বইকথা — সুবিনয় মিশ্র — পরীক্ষা মানেই-জুজু নয় — নতুনপাতা — ১ ডিসেম্বর ২০২৫, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

BOOKTOPIC  SUBINOY MISHRA  PRIKHA VOY  NATUNPATA  1 DECEMBER 2025 3rd YEAR

বইকথা 

নতুনপাতা

পরীক্ষা মানেই-জুজু নয়
 

সুবিনয় মিশ্র

১ ডিসেম্বর ২০২৫, বর্ষ ৩
 

পরীক্ষার ভয় জয় করার উপায় ছোটবেলা থেকেই পরীক্ষার নামে অনেকেই আতঙ্কে ভোগে। অকারণ ভয়ে বিদ্ধ হয়ে শেষপর্যন্ত পরীক্ষা দিয়ে তারা প্রায় সবাই উৎরেও যায়। তবু সকলের ভয় দূর হয় না। ভয় তাদের আরও বেশি করে জড়িয়ে ধরে এবং মনে করে পরীক্ষা তারা পাশ করবে না। পাশ না করলে তারা সম্মান হারাবার ও ভবিষ্য‌‌ৎ অন্ধকার হয়ে যাবার  ভয় পায়।  তাই অনেকে পরীক্ষা থেকে পালাতে চায়। কিন্তু পথ খুঁজে পায় না। শেষে পরীক্ষায় বসতেই হয়। এর ফলে হয়তো কম নম্বরও তারা পায়। কিন্তু এরাই ভয়কে জয় করে বড় সাফল্য অর্জন করতে পারে। কেন মানুষ ভয় পায়, কিভাবে তা জয় করা যায় এই বিষয় নিয়েই লেখা হয়েছে বইটি। যারা পরীক্ষায় ভয় পায় বইটি তাদের হাতের কাছে থাকলে অন্ধকার থেকে আলোয় ফেরার রাস্তা তাঁরা খুঁজে নিতে পারবে। কারণ, স্কুলের পরীক্ষার চাইতেও জীবনে অনেক বড় পরীক্ষার মুখোমুখি হতে হয় সকলকে। ভয় কাটিয়ে সেই মানুষ হওয়ার পথে কিভাবে এগিয়ে যাওয়া যায় সে কথাই বলছে এই বইটি।

পরীক্ষা মানেই-জুজু নয়

ড. গৌতম বন্দ্যোপাধ্যায়। পরম্পরা। ২০এ বেনিয়াটোলা লেন, কলকাতা-৭০০ ০০৯। ১৫০টাকা

Comments :0

Login to leave a comment