অভিষেক শর্মা ৫৭ রানে অপরাজিত
১৯ বলে ২৯ রানে আউট হন শুভময় গিল
শিভম দুবে তিন বল ২ রান করে মাঠ ছাড়লেন।
বর্তমানে ভারতের স্কোর ৯.২ ওভারে ৯৩ রানে দুই উইকেট।
বুধবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সুপার ফোরের ম্যাচে মুখোমুখি ভারত বনাম বাংলাদেশ। ম্যাচে টসে হারে ভারত। চোটের কারণে এদিন খেলছেন না বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তাঁর বদলে দুবাইতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলীর নেতৃত্বে বাংলাদেশ।
এশিয়া কাপে সুপার ফোরের নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত মুখোমুখি বাংলাদেশের। পাকিস্তানকে হারানো পর এই ম্যাচ জিতলেই ফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলবেন সূর্যকুমার যাদবরা। অন্যদিকে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশও। ফলে, লিটন দাসদের কাছে ফাইনালর দিকে এগনোর সুযোগ রয়েছে। এখনও পর্যন্ত অপরাজিত ভারতকে অবশ্য বেশি সমীহ করতে নারাজ বাংলাদেশের কোচ ফিল সিমন্স। তাঁর মতে, ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে লিটনদের। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ভারতকে হারানোর ক্ষমতা সব দলেরই রয়েছে। ম্যাচের দিনের পারফরম্যান্সের উপর ফলাফল নির্ভর করে। ভারত আগে কী করেছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। সাড়ে ৩ ঘণ্টার পারফরম্যান্সের উপরই সব কিছু নির্ভর করবে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ভারতীয়দের ভুল করতে বাধ্য করতে হবে। চেষ্টা করতে হবে, যাতে ওরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারে। আমরা অবশ্য জেতার জন্যই মাঠে নামব।’
আজ ভারতের সঙ্গে খেলেই ফের বৃহস্পতিবারই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে লিটনদের। সিমন্স বলেছেন, ‘টানা দুটো টি-২০ বা একদিনের ম্যাচ খেলা খুবই কঠিন। অনেকে হয়তো ভাবেন, পর পর দু’দিন টি-২০ ম্যাচ খেলা সহজ। কিন্তু বাস্তবে মোটেও সহজ নয়। তবে আমরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
ভারতীয় দলে রয়েছেন, অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ড্য, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, এবং বরুণ চক্রবর্তী।
বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (অধিনায়ক/(উইকেট রক্ষক), মোহাম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
Comments :0