নিয়োগ দুর্নীতিতে এবার টলিউড যোগ। নিয়োগ দুর্নীতি তদন্তে অভিনেতা বনি সেনগুপ্তকে জেরা করলো ইডি। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে তাকে জেরা করা হয়।
সূত্রের খবর কুন্তলের তার ব্যাংক অ্যাকাউন্টে কিছু লেন দেনের প্রমাণ পাওয়া গিয়েছে। কি কারণে লেন দেন তা খতিয়ে দেখছেন তদন্তকারি আধিকারিকরা।
উল্লেখ্য চিট ফান্ড কাণ্ডে একাধিক টলিউড তারকার নাম সামনে আসে। জেরাও করা হয়। কিন্তু তদন্তের কিনারায় ১০ বছর হয়ে গেলেও আসতে পারেনি সিবিআই।
নিয়োগ দুর্নীতি ক্ষেত্রেও একাধিক নাম সামনে এসেছে। গ্রেপ্তারও হয়েছেন অনেকে। কিন্তু তদন্তের কিনারায় এখনও আসতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা।
Boni Sengupta
নিয়োগ দুর্নীতিতে বনি সেনগুপ্তকে জেরা

×
মন্তব্যসমূহ :0