BRIGADE AT 11 AM

সকাল থেকেই ব্রিগেডের মাঠে জনতা

রাজ্য কলকাতা

সকাল এগারোটায় ব্রিগেড। ছবি: অমিত কর।

অনিন্দ্য হাজরা

শনিবারই বোঝা যাচ্ছিল ব্রিগেড কী হতে চলেছে। হাওড়া আর শিয়ালদহে জনতার ঢল। রবিবার সকাল থেকে কলকাতার প্রায় সবদিক থেকে মিছিল আসছে ব্রিগেডে। নির্ধারিত হয়েই রয়েছে সাতটি মিছিল আসবে ব্রিগেডে। কিন্তু তা শুরু হওয়ার আগে থেকেই জনস্রোত ব্রিগেডের দিকে চলেছে। 

মঞ্চ তৈরি। ব্যাকগ্রাউন্ডে লেখা যৌবনের ডাকে জনতার ব্রিগেড। ৫০ দিন ধরে চলেছে ডিওয়াইএফআই’র ইনসাফ যাত্রা। আর তারপর ইনসাফ ব্রিগেড ৭ জানুয়ারি। কোচবিহার থেকে কাকদ্বীপ জনতাই স্বাগত জানিয়েছেন যাত্রীদের। এবার যুবদের আহ্বানে ব্রিগেডমুখী সেই জনতাই। 

যুব নেতৃবৃন্দ বলেছেন, রাজনীতির মুখ্য বিষয় হতে হবে কাজ, শিক্ষা, জিনিসের মারাত্মক দাম। কর্পোরেটের পকেট ভরানোর জন্যই ভাগাভাগির কৌশল। তাকে পরাজিত করতে হবে। হারাতে হবে দুর্নীতিতন্ত্রকে। যে তন্ত্র মিড ডে মিলের চাল চুরি করে কোটি কোটি টাকার পাহাড় তৈরি করে। সেই লড়াইয়েই ব্রিগেড। 

রবিবারের সকাল রাজ্যজোড়া লড়াইয়ের সেই মেজাজই টের পাচ্ছে কলকাতা। 

Comments :0

Login to leave a comment