ভিয়েতনামে সফরে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সফরসঙ্গী। হো চি মিন সিটিতে তাঁদের দেখভালের দায়িত্বে ছিলেন এক রবীন্দ্র অনুরাগী। অনুরোধ করেছিলেন রবীন্দ্রসঙ্গীত গাইতে। সেদিন রবীন্দ্রনাথের গান শুনিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।
শুক্রবার মুজফ্ফর আহ্মদ ভবনে সেই অভিজ্ঞতা শুনিয়েছেন প্রবীণ সিপিআই(এম) নেতা সূর্য মিশ্র। এদিন তাঁর প্রথম প্রয়াণবার্ষিকী পালিত হয়েছে।
সূর্য মিশ্র বলেন, ‘‘আমার জীবনের অনেকটা পর্ব কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কেটেছে বামফ্রন্ট সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করার সময়। বিভিন্ন জায়গায় একসঙ্গে গিয়েছি। প্রথম বিদেশে তাঁর সঙ্গে গিয়েছি ভিয়েতনামে। পার্টির প্রতিনিধিদল গিয়েছিল ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে। বুদ্ধদা বললেন আপনাকে বলতে হবে ভূমিসংস্কার, পঞ্চায়েত সম্পর্কে। ওঁরা জানতে চাইছেন। জটিল ব্যাপার। কারণ ভিয়েতনামের সমাজব্যবস্থা আলাদা। বলতে শুরু করেছি। বুদ্ধদা বললেন আস্তে আস্তে বলতে। অনুবাদকের সুবিধা হবে।’’
মিশ্র স্মৃতিচারণে বলেন, ‘‘হো চি মিন সিটিতে যিনি দায়িত্বে ছিলেন তিনিও রবীন্দ্র অনুরাগী। বুদ্ধদাকে গাইতে বললেন। তিনি গাইলেন। তিনি গাইতে পারতেন। ভিয়েতনাম থেকে
ফিরে বললেন অভিজ্ঞতা লিখতে হবে। এমন অনেক স্মৃতি রয়েছে। যতদিন বেঁচে থাকব তাঁর স্মৃতি বেঁচে থাকবে।’’
Buddhadev Bhattacharya
ভিয়েতনামে গেয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত, স্মরণসভায় সূর্য মিশ্র
শুক্রবার বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণে সূর্য মিশ্র।
×
Comments :0