তৃণমূল পৌরসভা দখল করেছিল ২০১৩-তে। পানিহাটি পৌরসভার পৌর পরিষেবা বেহাল দশায় তার পর থেকেই। অল্প বৃষ্টিতেই পানিহাটির বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে যায়। দীর্ঘদিন ধরে সেই পচা জলের মধ্যে দিয়ে মানুষকে চলাচল করতে হয়।
জনজীবনের তীব্র এমন সঙ্কট নিয়েই শুক্রবার পানিহাটি পৌরসভায় বিক্ষোভ জানালো সিপিআই(এম)।
বেহাল নিকাশি ব্যবস্থা, বেহাল রাস্তাঘাট, বিভিন্ন রাস্তায় আলোর পর্যাপ্ত ব্যবস্থা নেই, অন্ধকারচ্ছন্ন ঐতিহাসিক নীলগঞ্জ রোড।
এদিন সিপিআই(এম)’র ডাকে পানিহাটি পৌরসভার সামনে বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশন দেওয়া হয়। সভাপতিত্ব করেন প্রাক্তন পৌর প্রধান চারণ চক্রবর্তী, বক্তব্য রাখেন ঝন্টু মজুমদার সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ।
Panihati
বেহাল পৌর পরিষেবা, পানিহাটিতে বিক্ষোভ সিপিআই(এম)’র

×
Comments :0