রাশিয়ার থেকে তেল কেনার জন্য আমেরিকা নিষেধাজ্ঞা জারি করলে পালটা কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিল চীন। দিল্লি নানাভাবে নরম অবস্থান নিয়ে চললেও আমেরিকার শাসানিতে কড়া প্রতিক্রিয়া দিল বেজিঙ।
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নতুন দাবি ঘিরে বৃহস্পতিবার চলেছে বিতর্ক। ট্রাম্প বলেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে রাশিয়া থেকে তেল কেনা হবে না বলে কথা দিয়েছেন।
ভারত এবারও কড়া প্রতিক্রিয়া দেখায়নি। এর আগে ট্রাম্প ধমকি দিয়ে ‘অপারেশন সিন্দুর’ বন্ধের দাবি করেছেন বারবার। ভারত তখনও ট্রাম্পের সমালোচনা করতে পারেনি সরাসরি।
এদিনও দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলতে থাকেন যে ট্রাম্পের সঙ্গে মোদীর টেলিফোনে কোনও কথাই হয়নি বুধবার।
তার আগে জয়সোয়াল বলেন যে ভারত নিজের দেশের স্বার্থ অনুযায়ী আন্তর্জাতিক বাজার থেকে তেল কেনার সিদ্ধান্ত নেবে।
রাশিয়ার তেল কেনার জন্য চীনকে নিষেধাজ্ঞার মুখে ফেলার হুমকিও দিয়েছেন ট্রাম্প। মোদীর উল্লেখ করেই তিনি বলেন যে চীনেরও ভারতকে অনুসরণ করা উচিত।
বৃহস্পতিবার চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বেজিঙে কড়া প্রতিক্রিয়া দেন ভারত সংক্রান্ত বিতর্কের মধ্যেই। লিন স্পষ্ট ভাষায় বলেন যে আমেরিকা নিষেধাজ্ঞা জারি করতে গেলে চীনও কড়া পালটা ব্যবস্থা নেবে।
লিন বলেন, ‘‘আন্তর্জাতিক আইন এবং সমঝোতা অনুযায়ীই রাশিয়ার থেকে তেল কিনছে চীন। তৃতীয় কোনও দেশ তা নিয়ে নিষেধাজ্ঞা জারি করতে পারে না। একতরফা সিদ্ধান্ত নিয়ে নাক গলালে তা হবে আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়াকে বিকৃত করার মতো কাজ।’’
এর আগে আমেরিকার শুল্কের পালটা শুল্ক চাপায় চীন। তার দরুন সঙ্কটে আমেরিকার কৃষক, ছোট ও মাঝারি বহু শিল্প। ট্রাম্পকেই আমেরিকার কৃষকদের জন্য ‘বেল আউট প্যাকেজ’ ঘোষণার প্রতিশ্রুতি দিতে হচ্ছে।
US China
রাশিয়ার তেল: আমেরিকাকে কড়া হুঁশিয়ারি চীনের

×
Comments :0