Voter List Audit

লোকসভার ভোটার তালিকা অডিট করতে নামছে কংগ্রেস

জাতীয়

লোকসভা ভোট ৫০ হাজারের কম ভোটে হার হয়েছে এমন সব কেন্দ্রের ভোটার তালিকা পরীক্ষা করবে কংগ্রেস। 
রবিবার কংগ্রেসের জাতীয় কমিটির সংগঠনের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এই ঘোষণা করেছেন। 
মহারাষ্ট্র এবং হরিয়ানা বা দিল্লিতে কয়েক মাসের মধ্যে ভোটদাতার সংখ্যা বেড়ে যাওয়ায় কমিশনকে ঘিরে প্রশ্ন বাড়ছিল। 
তার আগে, লোকসভা ভোটে কমিশনের ভূমিকা ঘিরে সমানে ক্ষোভ জানিয়েছেন বিরোধীরা। নির্ধারিত সময় পর্যন্ত ভোটের হার এবং তার পরে চূড়ান্ত ভোটের হারে ফারাকের মাত্রায় উঠেছে প্রশ্ন। বুথভিত্তিক ভোটদানের তথ্য অনলাইনে আপলোড না করার অবস্থান নিয়েছিল কমিশন। বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’-র টানা প্রতিবাদে সেই অবস্থান বদলাতে হয় কমিশনকে। স্বাধীনতার পর বারবার এমন গুরুতর প্রশ্নের মুখে জাতীয় নির্বাচন কমিশনকে পড়তে হয়নি বলেই মত পর্যবেক্ষকদের। 
বেণুগোপাল এদিন জানিয়েছেন যে লোকসভা ভোটে ৪৮ আসনে কংগ্রেস ৫০ হাজারের কম ভোটে হেরেছিল। ওই ভোটার তালিকা পরীক্ষা করবে কংগ্রেস।
গত শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কর্নাটকের একটি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় ব্যাপক গরমিলের তথ্য পেশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 
সিপিআই(এম) পলিট ব্যুরো বলেছে, সংশয় কাটাতে দ্রুত ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে। জনতার আস্থা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের তোলা প্রশ্নের ব্যাখ্যা দিতে হবে। 
রাহুলের সুরেই বেণুগোপাল বলেছেন, জনতার রায়ে প্রধানমন্ত্রীর আসনে বসেননি নরেন্দ্র মোদী। ব্যাপক গরমিলের জেরে জয় নিশ্চিত করেছেন।

Comments :0

Login to leave a comment