USE Elections

ভোটে না জিতলে দেশে ‘রক্তগঙ্গা’ বইয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক

CPIM TMC BJP AIKS WEST BENGAL PANCHAYAT ELECTION WEST BENGAL POLITICS 2023 BENGALI NEWS md salim

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে না পারলে মার্কিন দেশে গণতন্ত্র শেষ হয়ে যাবে। তিনি নির্বাচিত না হলে পুরো দেশে ‘রক্ত গঙ্গা’ বয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তার পরাজয়কে নির্বাচনে জালিয়াতির ফল বলে মন্তব্য করার পর ট্রাম্প এই মন্তব্য করেন।
‘‘আমরা যদি এই নির্বাচনে জয়ী না হই, আমি মনে করি না যে আপনি এই দেশে আরেকটি নির্বাচন করতে যাচ্ছেন,’’ ট্রাম্প ডেটনে একটি বক্তৃতার সময় বলেন। 
তার উদ্বোধনী বক্তব্যে, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলে দাঙ্গার জন্য বর্তমানে কারাগারে থাকা তার সমর্থকদের প্রতি শ্রদ্ধা জানান, কারণ তারা ২০২০ সালের নির্বাচনে বাইডেনের জয়ের শংসাপত্র আটকাতে চেয়েছিল।
ট্রাম্প তাদের স্যালুট জানিয়ে তাদের ‘দেশপ্রেমিক’ ও ‘পনবন্দি’ বলে অভিহিত করেন।
২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টার জন্য জর্জিয়ায় ফৌজদারি অভিযোগে অভিযুক্ত ট্রাম্প এই সপ্তাহে রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার জন্য পর্যাপ্ত প্রতিনিধি আছে তার সমর্থনে।

Comments :0

Login to leave a comment