Durgapur Gangrape Case

বিচার চেয়ে দুর্গাপুরে অভয়া মঞ্চের প্রতিনিধিরা

রাজ্য জেলা

দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় মানুষ সোচ্চার হয়েছেন। টাউনশিপ থানার সামনে রাস্তায় বিশাল প্রতিবাদ মিছিল হয়েছে। সিপিআই(এম) পশ্চিম বর্ধমান জেলা কমিটির ডাকে সাড়া দিয়ে অসংখ্য মানুষ শামিল হন। ছাত্র-যুব-মহিলা-শ্রমিক-কৃষক সহ সমস্ত স্তরের মানুষ ছিলেন। ছিলেন আইনজীবীদের সংগঠন অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়নের প্রতিনিধিরাও। থানা ঘিরে বিক্ষোভ চলে বহুক্ষণ ধরে। এদিন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও অভয়া মঞ্চের প্রতিনিধিরা দুর্গাপুরে রওনা দিয়েছেন। তাদের একটাই স্লোগান ‘লক্ষ কন্ঠে একই সুর বিচার চায় দুর্গাপুর’। 


এদিন উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশ্ন তোলেন দুর্গাপুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে কী ভাবে ওই পড়ুয়া রাতে বাইরে বেরোলেন। পাশাপাশি গভীর রাতে জঙ্গলের মতো জায়গায় মেয়েদের বেরনো উচিত নয় বলেই মন্তব্য করলেন তিনি। তিনি সাংবাদিকদের বলেন, ঘটনা ভয়াবহ। আমি শুনেছি নির্যাতিতা পড়ুয়া বেসরকারি মেডিক্যাল কলেজে পড়াশোনা করেন। রাতে ক্যাম্পাস থেকে বেরিয়ে জঙ্গল সংলগ্ন এলাকা গেলে তার দায় কার। বেসরকারি মেডিক্যাল কলেজটির এই নিয়ে পদক্ষেপ করা উচিত। তিনি পরামর্শ দেন মেয়েদের বেশি রাতে না বেরনোই উচিত। এদিন মুখ্যমন্ত্রীর এই মত্তব্যের তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসক সংগঠন। স্টুডেন্ হেলথ হোমের সাধারণ সম্পাদক চিকিৎসক পবিত্র গোস্বামী বলেন, চিকিৎসক ছাত্রীর উপর নির্মম অত্যাচার হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যার্থ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনাকে নিয়ে কু-যুক্তি দিচ্ছে। ধর্ষিতা হওয়ার কারণ খুঁজা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই নক্কারজনক মন্তব্যের প্রতিবাদ করেছেন তিনি। এই ঘটনার প্রতিবাদ করতে রবিবার সকালে কলকাতা থেকে দুর্গাপুরের দিকে রওনা হয়েছি। ইতিমধ্যেই দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের পৌঁছে গিয়েছেন অভয়া মঞ্চের প্রতিনিধিরা। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন অভয়া মঞ্চের প্রতিনিধিদের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে হস্তক্ষেপের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে চিঠি দিলেন প্রতিনিধিরা। চিকিৎসক পড়ুয়ার দলবেঁধে ধর্ষণকাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের দাবি করেন তাঁরা।

Comments :0

Login to leave a comment